দেশ 

বিধায়কের জামাই দলিত! মানা যায়! ভালবেসে বিয়ে করে নিজেদের নিরাপত্তার দাবিতে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হলেন যুগল ; আদালতেই হামলার অভিযোগ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  বাবা বিজেপির বিধায়ক । ক্ষমতাসীন ব্যক্তি । আর সেই ক্ষমতাশালী ব্যক্তির মেয়ে বিয়ে করলেন তার অমতে । এটা মেনে নিতে পারেননি বিজেপি বিধায়ক। জামাই আবার দলিত সম্প্রদায়ের । দলিত পাত্রকে বিয়ে করেছেন ।

তারপর থেকে  টানাপড়েন চলছে। ঘটনাটি ঘটেছে  উত্তরপ্রদেশের বরেলীতে ।  এদিকে  এলাকার বিজেপি বিধায়ক রাজেশ মিশ্রর মেয়ে সাক্ষী ও তাঁর স্বামী অজিতেশ সোমবার এলাহাবাদ হাইকোর্টে প্রাণের নিরাপত্তা চেয়ে আবেদন করতে গিয়েছিলেন ।  কিন্তু, আদালত চত্বরেই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন অজিতেশ। এক দল দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়।

Advertisement

তথাকথিত দলিত পাত্রকে বিয়ে করায়, বাবা রাজেশ মিশ্রর রোষ থেকে বাঁচতে, প্রাণের ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছিল যুগলকে। এরপরেই, এলাহাবাদ হাইকোর্টের কাছে নিরাপত্তার দাবিতে আবেদন করেন দুজনে। এ দিন তারই শুনানি ছিল। আদালত চত্বরে আক্রান্ত হলেও, শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয়নি তাঁদের। ঘটনার কথা শুনে তীব্র ক্ষোভপ্রকাশ করেছে আদালত। যুগলকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ইলাহাবাদ হাইকোর্ট।

কয়েকদিন আগেই ভাইরাল হয়ে ওঠে সাক্ষীর একটি ভিডিয়ো বার্তা। তাতে রাজেশ মিশ্রর উদ্দেশে তিনি বলেন, ‘‘বাবা,  আমাদের বিয়ে মেনে নাও। যে গুন্ডাকে পাঠিয়েছ, সেই রাজীব রাণা… আমাদের কিছু হলে ওর পুরো পরিবার জেলে যাবে। পালাতে পালাতে আমি ক্লান্ত। পাপা এবং ভিকি, মাননীয় এমএলএ পাপ্পু ভারতৌলজি এবং ভিকি ভারতৌলজি, নিজেরা শান্তিতে থাকো, যত খুশি রাজনীতি করো, আমাদেরও শান্তিতে থাকতে দাও।’’ রাজেশ মিশ্র বরেলীর বিঠারি চেনপুরের বিধায়ক।

বাবার উদ্দেশে মেয়ের এই ভিডিয়ো বার্তা দেখে তোলপাড় হয় দেশ। সেইসঙ্গে, নিরাপদে জীবন কাটানোর এমন আর্তি আরও একবার স্পষ্ট করে দেয় জাতপাতের ভেদাভেদের মারাত্মক ছবিটা। কিন্তু, জীবনের নিরাপত্তা চাইতে গিয়ে এ দিন প্রাণ সংশয় হয় ওই যুগলের। যদিও, দিনের শেষে আদালতের নির্দেশ তাঁদের কিছুটা স্বস্তি দিয়েছে।

এমন নিন্দনীয় ঘটনার পরেও, বিজেপি বিধায়ক রাজেশ মিশ্রকে সমর্থন জানিয়ে বিতর্কিত টুইট করেছেন মধ্যপ্রদেশের বিরোধী দলনেতা গোপাল ভার্গব।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

20 − 12 =