কলকাতা 

কলকাতায় উদযাপিত হলো ভারত বিকাশ পরিষদের স্থাপনা দিবস

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব প্রতিনিধি, কলকাতা: রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠির উপস্থিতিতে স্থানীয় সেক্সপিয়ার সরণি স্থিত ভারতীয় ভাষা পরিষদ সভাঘরে গত ১৪ জুলাই রবিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হলো ভারত বিকাশ পরিষদের ৫৬তম স্থাপনা দিবস। পরিষদের রাজ্য পরিচালক মণ্ডলীর উদ্যোগে আয়োজিত এদিন স্থাপনা দিবস সমারোহ অনুষ্ঠানে মুখ্য অতিথি মাননীয় রাজ্যপালের মঙ্গল দ্বীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে শুরু হয় ভারত বিকাশ পরিষদের স্থাপনা দিবসের তাৎপর্যপূর্ণ আলোচনা সভা। সভায় স্থাপনা দিবস ও সমাজ কল্যাণে পরিষদের বিবিধ ভূমিকা সম্পর্কিত প্রাঞ্জল আলোকপাত করেন রাজ্যপাল সহ পরিষদের কর্মকর্তারা।

পরিষদের রাজ্য ও কেন্দ্রীয় কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন ঘনশ্যাম সুগলা, ডা: ঋতা ভট্টাচার্য, লীলাধর পোদ্দার, নন্দলাল সিঙহানিয়া, শোভাসরাইয়া, অমরনাথ চৌধুরী, বিক্রম শেঠিয়া ও ঘনশ্যাম বনশল। উল্লেখ্য মাননীয় রাজ্যপাল স্বয়ং যে স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে গড়ে ওঠা ভারত বিকাশ পরিষদের সাথে এলাহাবাদে সম্পৃক্ত হয়েছিলেন, এ কথাও তাঁর বক্তব্যে উঠে আসে।

Advertisement

এদিন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বক্তা বিক্রম শেঠিয়া তাঁর বক্তব্যে ভারতীয় শাশ্বত সংস্কৃতি সম্পর্কে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের শৈশব থেকে অবহিত করানো জরুরি বলে উল্লেখ করেন। এই পর্বে পরিষদের তরফে কয়েকজন কৃতি ছাত্র-ছাত্রীকে বিশেষভাবে সম্মানীত করা হয়। যারা এবছর দশম ও দ্বাদশ শ্রেণীর চুড়ান্ত পরীক্ষায় ৯০ শতাংশ বা তদূর্ধ্ব নম্বর প্রাপ্ত হয়েছে। এছাড়াও পরিষদের নির্ধারিত নিয়মনীতি মোতাবেক পশ্চিমবঙ্গে কর্মরত যে সব শাখা সমাজ কল্যাণে ইতিবাচক ভূমিকা পালন করেছে তাদের উৎসাহ ব্যঞ্জক সম্মানে সম্মানিত করা হয়। এদিনের সম্মান প্রাপ্ত শাখাগুলি হলো ক্রমে সল্টলেক, রাণীগঞ্জ, খড়গপুর ও কলকাতা দক্ষিণ শাখা। এদিনের গাম্ভীর্যপূর্ণ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের প্রান্তীয় মহাসচিব রাজীব আগরওয়াল(বিলোটিয়া)।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × 4 =