দেশ 

মুর্শিদাবাদে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার দাবি সংসদে জানালেন বিরোধী দলনেতা অধীর চৌধুরি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : মুর্শিদাবাদ জেলায় দেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের বাস । সেখানে কয়েকটি কলেজ থাকলেও কোনো বিশ্ববিদ্যালয় নেই । এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় তৈরি করলেও এখনো পর্যন্ত মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় তৈরি করেনি ।  এমতাবস্থায় গত সপ্তাহে সংসদে অধীর চৌধুরি বলেন , আমার জেলা মুর্শিদাবাদ সেখান থেকে আমি নির্বাচিত সাংসদ । এই জেলার বেশিরভাগ মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের । তাই স্পিকারের মাধ্যমে তিনি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেন , সেখানে যেন একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করার উদ্যোগ নেয় সরকার । যদি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করা সম্ভব না হয় তাহলে অন্তত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার কাজটি দ্রূত করা হোক । তিনি সংসদে বলেন , ইউপিএ সরকারের আমলে সিদ্ধান্ত হয়েছিল আলিগড়ে শাখা খোলা হবে মুর্শিদাবাদের ওমরপুরে । সেই মত জমি অধিগ্রহণও করা হয়েছে । কিন্ত কাজ খুব একটা এগোয়নি ।

সংসদে অধীর চৌধুরি দাবি করেন মাননীয় মানব -সম্পদ উন্নয়ন মন্ত্রীর কাছে । তিনি বলেন অবিলম্বে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শাখা খোলা হোক এবং পঠন -পাঠন শুরু হোক । কারণ এলাকার উন্নয়নে শিক্ষার গুরুত্ব আছে । উচ্চ-শিক্ষায় সংখ্যালঘু পরিবারের ছেলেমেয়েরা যাতে সুযোগ পায় তার জন্য মুর্শিদাবাদ জেলায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শাখা খোলা হোক দ্রূত ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 + 5 =