কলকাতা 

জল সংকট বিষয়ে রাজ্যবাসীকে সচেতন করার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর পদযাত্রা ; ‘জল বাঁচান ,জীবন বাঁচান ‘ ছাত্র থেকে সমাজকর্মীদের শ্লোগানে মুখরিত হল কল্লোলিনী কলকাতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  জলকে জীবন বলা হয় । সেই জলের সংকট সমগ্র পৃথিবী জুড়ে দেখা দিয়েছে । জল সংকট আরও তীব্র হবে । ইতিমধ্যে ভারতের চেন্নাই শহরে জলের আকাল দেখা দিয়েছে । সোনার চেয়ে এক লিটার জলের দাম বেশি । অথচ এই জল সংকট নিয়ে অনেক আগেই সর্তক বার্তা দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জল ধরে , জল ভরো প্রকল্প চালু করেছেন । যাইহোক সেই জল সংকটের আঁচ এখনও পশ্চিমবঙ্গে পড়েনি ।

কিন্ত জল অপচয় বন্ধের জন্য  আগাম সতর্কবার্তা নিয়েই শুক্রবার রাস্তায় নামলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও রকম রাজনৈতিক স্লোগান বা দলীয় পতাকা ছাড়া চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের উপরে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গেট থেকে ‘জল বাঁচান, জীবন বাঁচান’ বার্তা দেওয়া নীল ফেট্টি জড়িয়ে মিছিল শুরু করেন মুখ্যমন্ত্রী। ছিলেন একাধিক মন্ত্রী, শীর্ষ স্তরের আমলা এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

Advertisement

আবার এই মিছিলে সামিল হয়েছিলেন  অনেক অরাজনৈতিক মানুষ ও  একাধিক স্কুলের পড়ুয়ারাও। তাদের হাতে ছোট ছোট প্ল্যাকার্ডে লেখা সেই একই স্লোগান—‘জল বাঁচান, জীবন বাঁচান।’ তবে শুধু হাতে প্ল্যাকার্ড নয়। রাস্তার দু’ধারে সারি সারি হোর্ডিং। কোনওটায় লেখা ‘জল না হলে জীবন মরুভূমি’, কোনওটাতে লেখা ‘বৃষ্টির জল ধরে রাখুন’।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

sixteen − twelve =