কলকাতা 

পেনসিলে নম্বর , পেন দিয়ে সই আপার প্রাইমারির ইন্টারভিউকে ঘিরে অস্বচ্ছতার অভিযোগ , মন্ত্রীর আশ্বাস খোঁজ নেবেন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে ব্যাপক দূনীর্তিরঅভিযোগ এসেছে ।প্রকাশিত খবর অনুযায়ী, যাঁরা ইন্টারভিউ নিচ্ছেন তাঁদের একাংশের অভিযোগ, ইন্টারভিউতে প্রতিযোগীরা যা নম্বর পাচ্ছেন তা পেনসিলে লিখতে হচ্ছে। তবে তাঁদের স্বাক্ষর করতে হচ্ছে পেনে। যদিও এবিষয়ে কিছু বলতে চাননি স্কুল সার্ভিস কমিনের প্রতিনিধি। প্রকাশ্যে মন্তব্যে নারাজ এসএসসির চেয়ারম্যান। বিষয়টি নিয়ে খোঁজ নেবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ চলছে। ২ জুলাই এই ইন্টারভিউ নেওয়ার কাজ শুরু হয়েছে। চলবে ১৫ জুলাই পর্যন্ত। বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকা কিংবা প্রাক্তন উপাচার্যরাও এই কাজে সামিল হয়েছেন বলে সূত্রের খবর।

Advertisement

তবে এইসব শিক্ষাবিদদের একাংশ ইন্টারভিউ-এর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর বসাতে হচ্ছে পেনসিলে আর তাঁদের স্বাক্ষর করতে হচ্ছে পেনে। বিষয়টি নিয়ে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, যদি এমনটা চলতে থাকে তাহলে কলেজ থেকে তিনি প্রতিনিধি হিসেবে অধ্যাপক কিংবা অধ্যাপিকাদের পাঠাবেন না। আর যদি পাঠানও তাহলে যে শিটে নম্বর বসানো হচ্ছে তা কলেজে গিয়ে স্বাক্ষর করতে হবে এসএসসির প্রতিনিধিদের। এসম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি এসএসসির প্রতিনিধি। অন্যদিকে এসএসসির চেয়ারম্যান প্রকাশ্যে মন্তব্যে নারাজ। তবে শিক্ষামন্ত্রী বলেছেন, বিষয়টি নিয়ে খোঁজ নেবেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × 5 =