কলকাতা 

কলেজের অতিথি শিক্ষক থেকে এসএসকে এমএসকে-র শিক্ষকদের জন্য সুখবর : বেতন থেকে স্থায়ীকরণ বিষয়ে ২০ জুলাই বড় ঘোষণা করতে চলেছে সরকার ; আশ্বাস শিক্ষামন্ত্রীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলেজের অতিথি শিক্ষকদের স্থায়ী করার ব্যবস্থা করবে রাজ্য সরকার ।কিন্ত কলেজগুলিতে যেভাবে শিক্ষক নিয়োগ হয় তাতে সরকারের কোনো হাত থাকে না । বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে অতিরিক্ত শিক্ষক নেওয়া হচ্ছে । এবিষয়ে আজই বিজ্ঞপ্তি জারি হতে পারে । কারণ কলেজগুলিতে অতিথি শিক্ষক নিয়োগের আগে উচ্চশিক্ষা দফতরকে জানাতে হবে বলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অভিমত ।

শুক্রবার অতিথি শিক্ষকদের এক প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন ।মন্ত্রী তাঁদের জানান, শিক্ষা দফতর অতিথি শিক্ষক নিয়োগ করেনি। বিভিন্ন কলেজ তাঁদের নিয়োগ করেছে, বেতনও দেয় কলেজ। ‘‘যে-সব কলেজ এই ভাবে নিয়োগ করছে, তারা এ বার বিরত হোক,’’ বলেন শিক্ষামন্ত্রী।

Advertisement

এই বিষয়ে আজ, শনিবার সরকারি নির্দেশ জারি করা হচ্ছে বলে জানান তিনি। পার্থবাবুর আশ্বাস, ইউজিসি-র নিয়ম অনুযায়ী যে-সব অতিথি শিক্ষকের যোগ্যতা আছে, তাঁদের স্থায়ীকরণের বন্দোবস্ত হচ্ছে। সিএসসি-র মাধ্যমে সেই প্রক্রিয়া শুরুও হয়েছে। যাঁদের যোগ্যতা নেই, তাঁদের কথাও ভাবা হচ্ছে। এ মাসেই এই শিক্ষকদের ডেকে নজরুল মঞ্চে সভা করা হবে।

পার্থবাবু জানান, কোন কলেজে কত শিক্ষক প্রয়োজন, সেটা তাঁরা দেখবেন। অতিরিক্ত শিক্ষক নেওয়ার প্রবণতা দেখা গিয়েছে অনেক ক্ষেত্রেই। এটা তাঁরা বন্ধ করবেন।

এদিকে শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে), মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (এমএসকে)-এর শিক্ষকেরাও এ দিন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁদের সংগঠনের সভাপতি মুকুলেশ বিশ্বাস বলেন, ‘‘আমরা চাই, এসএসকে-এমএসকে পঞ্চায়েত দফতর থেকে শিক্ষা দফতরের আওতায় আসুক। শিক্ষামন্ত্রী এই বিষয়ে আশ্বাস দিয়েছেন।’’ মন্ত্রী জানান, ২০ জুলাই ইন্ডোর স্টেডিয়ামে ওই শিক্ষকদের নিয়ে সভা হবে। সম্ভবত ওই সভা থেকেই এসএসকে এমএসকেগুলিকে শিক্ষা দফতরে অধীনে আনার কথা ঘোষণা করা হতে পারে ।

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × three =