জেলা 

কাটমানির অভিযোগ করায় বিজেপি কর্মীর উপর হামলা , অভিযোগের তীর তৃণমূলের দিকে , তদন্তে পুলিশ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি ইস্যুকে সামনে এনে শুধুমাত্র দলীয় কর্মীদের দূনীর্তিগ্রস্থদের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়ে চাননি একই সঙ্গে বিরোধী দলের যারা কাটমানি নেওয়ার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চান । কিন্ত শাসক দলের বিরুদ্ধে যখন কাটমানির অভিযোগ তীব্র থেকে তীব্রতর হচ্ছে । ঠিক তখনই বিরোধী দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধেও কাটমানি মামলা রুজু করা হচ্ছে বার কোথাও আবার দলীয় সমর্থকদের দিয়ে কাটমানি নেওয়ার অভিযোগ করে হামলা করা হচ্ছে ।

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে শাসক দলের কর্মীর বিরুদ্ধে কাটমানির অভিযোগ করায় অভিযোগকারীর উপর হামলা হয় বলে অভিযোগ । এই এলাকায় ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

Advertisement

বিশেষ সূত্রে জানা যাচ্ছে, বিভিন্ন সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নামে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ করেন এক বিজেপি কর্মী। প্রায় আড়াই লক্ষ টাকা কাটমানি নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওই বিজেপি কর্মী। এই অভিযোগ করায় বৃহস্পতিবার বিজেপি কর্মীর উপর হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি কর্মীরা জোর করে কাটমানি নেওয়ার কথা লিখিয়েছেন।

 উল্লেখ্য, কাটমানি যাঁরা নিয়েছেন এবং দিয়েছেন, আইনের চোখে তাঁরা দুজনেই দোষী বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রসঙ্গে পার্থ বলেন, ‘‘কাটমানির টাকা যাঁরা নিয়েছেন এবং দিয়েছেন, তাঁরা দুজনই দোষী। আইনের চোখে দুজনের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে’’ এরপরই নাম না করে কার্যত বিজেপিকে নিশানা করে পার্থের বার্তা, ‘‘যাঁরা হামলা চালাচ্ছেন, তাঁরাও কিন্তু আইনের চোখে দোষী। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে মুখ্যমন্ত্রী কমপ্লেন বক্স চালু করেছেন, সেখানে জানাবেন। প্রশাসন সজাগ রয়েছে’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 − one =