কলকাতা 

রাজাবাজারে প্রকাশ্য রাস্তায় গুলি জখম এক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতায় প্রকাশ্য রাস্তায় গুলি ছোঁড়া এ দৃশ্য ইদানিং তেমন একটা চোখে পড়ে না । কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা কড়া হাতে নিয়ন্ত্রণ করছেন বলে খবর । তা সত্ত্বে শুকবার রাতে রাজাবাজার গুলিবিদ্ধ হলের যুবক ।

সংবাদে প্রকাশ বৃহস্পতিবার গভীর রাতে রাজাবাজার মোড়ে আচার্য প্রফুল্লচন্দ্র রোড এবং কেশব সেন স্ট্রিটের সংযোগস্থলে ঘটনাটি ঘটেছে। আহত ওই যুবকের নাম ইয়াসির মুস্তফা। তাঁর বাঁ হাতে গুলি লেগেছে। তিনি নীলরতন সরকার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

Advertisement

পুলিশ জানিয়েছে, ইয়াসির নারকেলডাঙা নর্থ রোডের বাসিন্দা। ঘটনার সময় তিনি বাড়ি ফিরছিলেন। তখনই চার আততায়ী তাঁকে ঘিরে ধরে। কোনও একটা বিষয় নিয়ে তাঁদের মধ্যে বচসা হয়। তার মাঝেই এক জন ইয়াসিরকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিছু একটা আঁচ করে সে সময় ইয়াসির পালানোর চেষ্টা করছিলেন। গুলিটা তাঁর হাতে লাগে। গুলির শব্দে আশেপাশের বাড়ির লোকজনও বাইরে বেড়িয়ে আসেন। তাঁদের দেখে আততায়ীরা এলাকা ছেড়ে পালায়। স্থানীয়রাই ইয়াসিরকে গুরুতর অবস্থায় নীলরতন সরকার হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার তদন্ত শুরু করেছে আমহার্স্ট স্ট্রিট থানা।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × five =