কলকাতা 

শহরে জল অপচয় ও চুরি রুখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

কলকাতা : শহরে জলের স্ট্যান্ডপোস্টগুলি থেকে স্টপকক চুরি রুখতে ধাতব স্টপকর্ক লাগিয়ে তা স্ট্যান্ডপোস্টের গোড়ার সাথে ঝালাই করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। পুরসভার জল সরবরাহ বিভাগ সূত্রে খবর, পুরসভার স্ট্যান্ডপোস্টগুলির বেশিরভাগই প্লাস্টিকের স্টপকর্ক লাগানো হত।

ফলে সহজেই তা খুলে নেওয়া যেত। এর ফলে স্টপকর্ক না থাকার জন্য প্রচুর জলের অপচয় হত। তাই এবার জল অপচয় রোধে ও চুরি আটকাতে লোহা বা অন্য কোন ধাতুর স্টপকর্ক লাগিয়ে তা স্ট্যান্ডপোস্টের সঙ্গে ঝালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভা সূত্রের খবর, শহরে প্রায় ১৭ হাজার স্ট্যান্ডপোস্ট রয়েছে। সবগুলিতে স্টপকর্ক লাগানো নেই। যতগুলি স্টপকর্ক রয়েছে তার বেশিরভাগই প্লাস্টিকের। এর ফলে সেগুলি খুব সহজেই ভেঙে ফেলা যায় । ধাতব স্টপকর্ক লাগালে তা ভাঙা শক্ত হবে ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × five =