কলকাতা 

বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘোষণা ৩৪ হাজার কর্মী নিয়োগ করা হবে ; এবার থেকে উচ্চ-বর্ণের সংরক্ষণ লাগু হবে ; দ্রূত নিয়োগ করতে নতুন করে তৈরি হবে এসএসসি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আগামী কয়েক মাসের মধ্যে কয়েক হাজার কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার । বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ঘোষণা করেন , ৩৪ পদ খালি রয়েছে। এই পদগুলিতে দ্রুত নিয়োগ করা হবে । এবারের নিয়োগে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য সংরক্ষণ থাকবে । এইসব শূণ্যপদ অবিলম্বে এক সঙ্গে নিয়োগ করার সিদ্ধান্ত সরকার নিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন । এই জন্য গুটিয়ে ফেলা স্টাফ সিলেকশন কমিশন নতুন করে গড়া হবে। মমতা বলেন, ‘‘বিশেষ কর্মসূচির মাধ্যমে দ্রুত ওই সব পদ পূরণ করা হবে।’’

মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান, রাজ্যের বিভিন্ন দফতরে বহু কর্মী অবসর নেওয়ায় পদ খালি হয়েছে। এখন ৩৩ হাজার ৬৮৭ পদ ফাঁকা। তার মধ্যে ১৮ হাজার ৫২৭টি পদ অসংরক্ষিত। অসংরক্ষিত পদের ১০% আর্থিক ভাবে পিছিয়ে থাকা সাধারণ শ্রেণির জন্য রাখা থাকবে। অসংরক্ষিত পদের পাশাপাশি সংরক্ষিত থাকবে ১৫ হাজার ১৬০টি পদ। তার মধ্যে তফসিলি জাতির জন্য ৭৪১১, তফসিলি জনজাতির জন্য ২০২১ এবং ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য ৫৭২৮টি পদ সংরক্ষিত থাকবে। মুখ্যমন্ত্রী জানান, ‘গ্রুপ এ’ ‘গ্রুপ বি’, ‘গ্রুপ সি’ এবং ‘গ্রুপ ডি’ মিলিয়েই প্রায় ৩৪ হাজার পদ ফাঁকা। ওই সব পদে অফিসার থেকে চতুর্থ শ্রেণির কর্মীদের একসঙ্গেই যাতে নিয়োগ করা যায়, সরকার সেই চেষ্টা চালাচ্ছে।

Advertisement

 

অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে, এখন প্রায় ৩৪ হাজার পদে একসঙ্গে নিয়োগ করতে হলে পিএসসি-র পক্ষে সেই কাজ করা সম্ভব নয়। তাই আবার আইন প্রণয়ন করে নতুন এসএসসি তৈরি করতে হবে। কারণ, গ্রুপ ডি নিয়োগের বিশেষ বোর্ড থাকলেও দ্রুত অফিসার-করণিক নিয়োগ করতে হলে এসএসসি-ই একমাত্র পথ।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − 8 =