কলকাতা 

জুলাই মাসেই জমা পড়বে বেতন কমিশনের সুপারিশ আশ্বাস কমিশনের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : জুলাই মাসেই জমা পড়তে চলেছে বেতন কমিশনের সুপারিশ । গতকাল বিজেপির কর্মী ইউনিয়নের পক্ষ থেকে বেতন কমিশন চলো অভিযান করা হয় । সেই অভিযানে কংগ্রেস সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের একাংশও যোগ দেয় । এদিন সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল করে বিকাশ ভবনের যাওয়ার পথে আটকে দেয় পুলিশ । সেখান থেকে কয়েক জন প্রতিনিধিকে কমিশন অফিসে স্মারকলিপি দেওয়ার অনুমতি দেওয়া হয় । বিজেপি কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি দল কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের সঙ্গে দেখা করতে যান । কিন্ত অভিরূপ সরকার সেখানে না থাকায় কমিশনের উপ-সচিবের কাছে স্মারক লিপি জমা দেন প্রতিনিধিদল । সেখানেই উপ-সচিব প্রতিনিধিদলকে প্রতিশ্রুতি দেন এই মাসেই বেতন কমিশনের সুপারিশ সরকারের কাছে জমা পড়ে যাবে ।

স্বাধীন ভারতের ইতিহাসে কোনও বেতন কমিশনের মেয়াদ এত দীর্ঘায়িত হয়নি। তাই বেতন কমিশন এবং রাজ্য সরকারের সমালোচনায় অনেক দিন ধরেই মুখর হয়ে উঠেছে এ রাজ্যের বিভিন্ন কর্মী সংগঠন। বিজেপির ছাতার তলায় থাকা সরকারি কর্মচারী পরিষদ এ দিন বেতন কমিশন অভিযানের ডাক দিয়েছিল। অবিলম্বে বেতন কমিশনের সুপারিশ জমা দিতে হবে, না পারলে কমিশনের চেয়ারম্যান পদ থেকে অভিরূপ সরকারকে পদত্যাগ করতে হবে— মূলত এই দাবিতেই এ দিন অভিযানের ডাক দেওয়া হয়। সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল করে বিকাশ ভবনে বেতন কমিশনের দফতর পর্যন্ত যাওয়া কর্মসূচি নেওয়া হয়।

Advertisement

মিছিলের নেতৃত্বে ছিলেন কর্মচারী পরিষদের রাজ্য আহ্বায়ক দেবাশিস শীল। অনেকেই এ দিনের মিছিলে কুকুরের মুখোশ পরে হাঁটেন। মহার্ঘ ভাতার (ডিএ) দাবিতে রাজ্য সরকারি কর্মীরা হইচই শুরু করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বার বলেছিলেন ‘ঘেউ ঘেউ করে লাভ নেই’। সেই মন্তব্যের প্রতীকী বিরোধিতার জন্যই কুকুরের মুখোশ পরে বেতন কমিশন অভিযানে অংশ নেন অনেকে।বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের কুশপুত্তলিকাও এ দিন দাহ করেন আন্দোলনকারীরা।

কর্মচারী পরিষদের নেতা দেবাশিস শীলের কথায়, ‘‘বেতন কমিশনের উপ-সচিব আমাদের বলেন যে— চেয়ারম্যান আজ নেই, কিন্তু চেয়ারম্যানই আমাকে বলে গিয়েছেন আপনাদের স্মারকলিপি নিতে।’’ শুধু স্মারকলিপি জমা নিয়েই দায়িত্ব সারেননি বেতন কমিশনের উপ-সচিব। চলতি মাসেই নতুন বেতন কাঠামোর সুপারিশ জমা দেওয়ার যে দাবি উঠেছে, তা-ও মেনে নেওয়া হচ্ছে বলে উপ-সচিবই জানিয়েছেন বলে দাবি দেবাশিস শীলের।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seven + seventeen =