খেলা 

ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ধুলিসাৎ ; সামিকে বাদ দেওয়ার খেসারত দিতে হল কোহলিদের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  মুহাম্মদ সামিকে না খেলানোর খেসারত দিতে হল ভারতকে । বিশ্বের তাবড় তাবড় ক্রিকেট বিশেষজ্ঞরা এখনও বুঝে উঠতে পারছেন না কেন কোহলি মুহাম্মদ সামিকে বাদ দিয়ে সেমি ফাইনাল খেলতে গেলেন । আজ হয়তো হাড়ে হাড়ে বুঝতে পারছেন কোহলি সামিকে বাদ দেওয়ার ফল ।

বিশ্বকাপের সেমি ফাইনাল থেকে ফিরে যেতে হচ্ছে ভারতীয় দলকে। তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড সব দিক থেকেই পিছিয়ে ছিল । তা সত্ত্বে হেরে গেল ভারত । ফাস্ট বোলারকে ঠিক মত ফেস করতে না পারার কারণেই ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল । মাত্র ২৩৯ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস । তা দেখে সকলেই বলতে শুরু করে এই ম্যাচ জেতা ভারতের কাছে শুধু সময়ের অপেক্ষা মাত্র । কিন্ত প্রথমেই বিপত্তি । পর পর আউট হয়ে যান রোহিত –কোহলি – রাহুল । এরপর অবশ্য ধোনি-জাদেজার পার্টনারশিপ স্বপ্ন দেখিয়েছিল। ধোনি (৫০) রান আউট হয়ে ফিরতে সেই স্বপ্ন শেষ হয়ে গেল। মার্টিন গাপ্তিল একদমই ফর্মে ছিলেন না এ বারের বিশ্বকাপে। গাপ্তিলের দুরন্ত থ্রো যখন উইকেট ভেঙে দিল, তখন ক্রিজে ঢুকতে আর পাঁচ সেন্টিমিটারের মতো বাকি ছিল ধোনির। ওই পাঁচ সেন্টিমিটারের জন্যই বিশ্বকাপ ফাইনালে আর যেতে পারল না বিরাট কোহালির ভারত। শেষ পর্যন্ত টিকে থাকলে ধোনি হয়তো ফিনিশার হিসেবে ধরা দিতেন। ধোনির আগে রবীন্দ্র জাডেজা অসম্ভবকে সম্ভব করার মরিয়া একটা চেষ্টা করেছিলেন। কিন্তু, দিনটা ভারতের ছিল না। ভারত থামল ২২১ রানে। ১৮ রানে জিতে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড।

Advertisement

মঙ্গলবার ৪৬.১ ওভারে কিউয়িরা করেছিল পাঁচ উইকেটে ২১১ রান। গতদিনের রানের সঙ্গে বুধবার নিউজিল্যান্ড যোগ করল আরও ২৮ রান। ২৪০ রান করলে ভারত পৌঁছে যাবে ফাইনালে। এই অবস্থায় ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয় নামে ভারতের ব্যাটিং লাইন আপে। দুরন্ত ছন্দে থাকা রোহিত শর্মাকে (১) ফেরালেন ম্যাট হেনরি। বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি হয়ে গিয়েছে ‘হিটম্যান’-এর। ইংল্যান্ড, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা তিনটি ম্যাচে সেঞ্চুরি করা রোহিত এ দিন আগেই ফিরে গেলেন। ‘ল অফ অ্যাভারেজ’ মিলে গেল তাঁর ক্ষেত্রে। বিরাট কোহালিও আউট হলেন মাত্র এক রানে। লোকেশ রাহুলকে (১) ফেরান হেনরি। দীনেশ কার্তিক ২৫ বলে ৬ রানে আউট হন।

ঋষভ পন্থ এবং হার্দিক পাণ্ড্য ধীরে ধীরে চাপ কাটিয়ে উঠছিলেন। স্যান্টনারের বলে মারতে গিয়ে আউট হন পন্থ (৩২)। পন্থের আউট হওয়ার ধরন দেখে সাজঘরে প্রচণ্ড রেগে যান কোহালি। পন্থের মতো একই ভাবে উইকেট ছুড়ে দেন পাণ্ড্য (৩১)। তার পরে ভারতকে ম্যাচে ফেরাচ্ছিলেন ধোনি ও জাডেজা। জাডেজা নিজেকে ছাপিয়ে যান। ধোনি ও জাডেজা ১১৬ রানের পার্টনারশিপ করেন। তবুও তাঁরা পারলেন না ভারতকে জেতাতে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve − 4 =