কলকাতা 

আন-এডেড মাদ্রাসাগুলিকে এডেড মাদ্রাসায় রূপান্তর করার দাবিতে ১৬ জুলাই ‘মুখ্যমন্ত্রীর বাড়ি চলো‘ অভিযান আন –এডেড মাদ্রাসা বাঁচাও কমিটির

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : আন এডেড মাদ্রাসা বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে আন-এডেড মাদ্রাসা বাঁচাও কমিটি । এবার আর ভিক্ষা নয় , সরাসরি দাবি করতে হবে । আন –এডেড মাদ্রাসাগুলিকে অবিলম্বে এডেড মাদ্রাসায় রূপান্তর করার দাবিতে কালিঘাট অভিযান করতে চলেছে আন এডেড-মাদ্রাসা বাঁচাও কমিটি ।

আগামী ১৬ জুলাই রাজ্যের কয়েক শো আন-এডেড মাদ্রাসার শিক্ষকরা এদিন মিছিল করে মুখ্যমন্ত্রীর বাড়ি কালিঘাটে যাবেন । মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে চেয়ে চিঠিও পাঠিয়েছেন । উল্লেখ্য , মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরেই ঘোষণা করেছিলেন দশ হাজার মাদ্রাসাকে আন-এডেড হিসাবে স্বীকৃতি দেবেন । তারপর কয়েক হাজার মাদ্রাসা আন-এডেড হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য আবেদন করে । তার মধ্যে মাত্র কয়েক শো মাদ্রাসাকে আন-এডেড হিসাবে স্বীকৃতি দেয় মাদ্রাসা শিক্ষা দফতর ।

Advertisement

অভিযোগ স্বীকৃত আন-এডেড মাদ্রাসাগুলি কেন্দ্রীয় সরকারে মাদ্রাসা উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থ কয়েক বছর পায় । কিন্ত বিগত কয়েক বছর ধরে সেই অর্থ পাচ্ছে না আন এডেড মাদ্রাসাগুলি । এর নেপথ্যে রয়েছে রাজ্য সরকারের গাফিলতি বলে দাবি আন-এডেড মাদ্রাসা বাঁচাও কমিটির সাধারন সম্পাদক আবদুল ওয়াহাবের । তিনি বলেন , রাজ্য সরকারের সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতরের অফিসাররা ঠিকমত দিল্লিতে দরবার না করায় আমরা আর্থিক সাহায্য থেকে বঞ্চিত হয়েছি । তিনি আরও বলেন,মমতাদি তো নিজেকে সংখ্যালঘু দরদী বলে জাহির করে থাকেন তাহলে এবার আমাদের দাবি মেনে নিয়ে প্রতিটি সরকার স্বীকৃত আন-এডেড মাদ্রাসাকে এডেড মাদ্রাসা হিসাবে স্বীকৃতি দিয়ে মুসলিম উন্নয়নের দিশারি হিসাবে নিজেকে প্রমাণ করুন।

আবদুল ওয়াহাব বলেন , আমাদের এবারের কালিঘাট অভিযানে একটাই দাবি হবে সব আন-এডেড মাদ্রাসাকে এডেড মাদ্রাসায় রূপান্তর করতে হবে । এই দাবিতে কালিঘাট অভিযান হবে তারপরেও আমাদের দাবি না মেনে নিলে আন্দোলন আরও তীব্র হবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seven − one =