মুকুল রায়ের গড়েই বিজেপির ভাঙন ধরালেন ফিরহাদ –জ্যোতিপ্রিয় ; হালিশহর পুরসভার দখল নিল তৃণমূল ; ১৫ দিনের মধ্যে পুরসভায় ফিরছি আমরা দাবি অর্জুনের
বাংলার জনরব ডেস্ক : মুকুল রায়কে তাঁর নিজের এলাকায় হারিয়ে দিল তৃণমূল । গত মাসেই দিল্লিতে ঘটা করে হালিশহরে অধিকাংশ কাউন্সিলারকে বিজেপিতে নিয়ে এসেছিলেন মুকুল রায় ও অর্জুন সিংহ । এক মাস না কাটতে না কাটতেই আবার সেই সব কাউন্সিলার ফিরে এলেন তৃণমূলে।
মঙ্গলবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তাঁদের হাতে আবার নতুন করে তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলে প্রত্যাবর্তনের কথা সগর্বে ঘোষণা করলেন ।
হালিশহর পুরসভার চেয়ারম্যান অংশুমান রায়-সহ বাকিদের নিয়ে এ দিন সাংবাদিক বৈঠক করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘‘সবাইকে জোর করে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ওঁরা বিজেপির কবল থেকে ফিরে আসার সাহস দেখিয়েছেন। জঙ্গল থেকে বাঘকে বার করে নিয়ে যাওয়া যায়, কিন্তু বাঘের মন থেকে জঙ্গল বার করবে কী ভাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালবাসাই সকলকে দলে ফিরিয়ে এনেছে।’’
তিনি আরও বলেন, ‘‘জোর করে হালিশহরের পুরপ্রধানের দলবদল করা হয়েছিল। রিভলভার ঠেকিয়ে, ভাঙচুর চালিয়ে তাঁদের দলবদল করতে বাধ্য করা হয়। নিয়ে যাওয়া হয় দিল্লিতে, অমিত শাহর কাছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোদ্ধা হিসাবে যতটা সম্মান ওঁরা পেয়েছিলেন, দিল্লিতে বিজেপি-র দফতরে তা পাননি। গেরুয়া পতাকা ও পানপরাগের গন্ধে হাসফাঁস করছিলেন। তাই ফের মুক্ত বাতাসে শ্বাস নিতে ফিরে এসেছেন।’’
এদিকে দল বদলের কিছুক্ষণ পরেই ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং জানিয়ে দেন , হালিশহর পুরসভা আবার বিজেপির দখলে ফিরে আসবে । মাত্র ১৫ দিনের মধ্যেই এই পরিবর্তন হবে ।