কলকাতা 

সব্যসাচী দত্ত বিজেপিতে যোগ দিলে আপত্তি নেই আরএসএসের ; গেরুয়া শিবির স্বাগত জানাতে প্রস্তুত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সব্যসাচী দত্ত বিধাননগরের মেয়রে কোনো আপত্তি নেই আরএসএসের । আরএসএস মনে করছে এই ধরনের সাংগঠনিক বিজেপিতে আসলে দলের পক্ষে মঙ্গলজনক । সম্প্রতি বিজেপিতে বেশ কিছু তৃণমূল বিধায়ক ও নেতা যোগ দেওয়ায় আরএসএস আপত্তি তুলেছিল । এমনকি বেনোজল আটকাতে আসরে নামবে আরএসএস এই হুঁশিয়ারি দেয় । কিন্ত বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত বিজেপিতে যোগ দিলে তা মেনে নিতে আরএসএসের আপত্তি নেই বলে জানা গেছে ।

যদিও সব্যসাচী দত্তের বিরুদ্ধে রাজারহাট-নিউটাউনে সিন্ডিকেটে মদত দেওয়ার অভিযোগ রয়েছে৷ এমনকি সিন্ডিকেটের বিরুদ্ধে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করার পরেও তিনি নিজের অবস্থানে অনড় ছিলেন । এটা জানা সত্ত্বে আরএসএস মনে করছে সব্যসাচীর সাংগঠনিক দক্ষতায় বিজেপির আরও ভাল হবে ।

Advertisement

এ বিষয়ে সঙ্ঘের দক্ষিণবঙ্গের এক শীর্ষনেতা সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘‘মণিরুল সঙ্ঘের লোকজনের উপর অন্যায় কাজ করেছে৷ প্রত্যক্ষ ভাবে জড়িত থেকে করেছে৷ কিন্তু সব্যসাচীর বিরুদ্ধে এই অভিযোগ খাটে না৷ সব্যসাচীর বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে – তাবে তা বিজেপির ‘পলিটিক্যাল সিস্টেম’ ঠিক করে দেবে৷ তবে একথা তখনই প্রযোজ্য, যদি তিনি বিজেপি-তে আসেন৷’’

সঙ্ঘ মনে করে মণিরুলও দিলীপ ঘোষের সভাপতিত্বে দলে এসেছে৷ সব্যসাচী যদি আসেন, তবে তিনি দিলীপর ঘোষের সভাপতিত্বেই আসবেন৷ ‘‘দিলীপ ঘোষ তো সভাপতি৷ সব্যসাচী যদি বিজেপিতে আসেন তবে ওর সভাপতিত্বেই আসবেন৷ সঙ্ঘের আপত্তি থাকলে, দিলীপকে আমরা প্রশ্ন তো করবই৷ আমাদের প্রশ্ন করার জায়গা রয়েছে৷’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 + seventeen =