কলকাতা 

ফিরহাদকে চ্যালেঞ্জ জানিয়ে পুরভবনে সব্যসাচী ; ফোনে নয় , লিখিত নির্দেশ না দিলে কার্যকর করতে পারব না সাফ জানালেন বিধাননগরের মেয়র

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সোমবার সকাল থেকেই রটে যায় বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তকে পদত্যাগ করতে বলেছেন তৃণমূল নেতৃত্ব । এমনকি তাঁকে বিধাননগর পুর দফতরে যেতে নিষেধ করা হয়েছে । তবে সকালেই সব্যসাচী দত্ত জানিয়ে দেন তিনি এখনও মেয়র ; অতএব তিনি দফতরে যাবেন । ক্ষমতা থাকলে তাঁকে আটকানো হোক । এই প্রতিক্রিয়ার পর তৃণমূল দলের পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

এদিন তিনি যথারীতি পুরভবনে যান । সেখানে মেয়রের চেয়ারে বসেন । অফিসারদের সঙ্গে কথা বলেন । পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন । লিখিত নির্দেশ না পেলে কোনও সিদ্ধান্ত নয়! সাফ জানিয়ে দিলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত।

Advertisement

সব্যসাচী দত্ত এদিন জানিয়েছেন, তাঁকে দলের পক্ষ থেকে কোন নির্দেশ দেওয়া হয়নি। সঙ্গে তাঁর আরও সংযোজন, “ফোনে কোনও নির্দেশ দিলে তা কার্যকর করতে পারব না। যদি কোনও লিখিত নির্দেশ দেওয়া হয়, তবে তা লিখিত আকারে দিতে হবে।” সব্যসাচী এমন হুংকারের পাল্টা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের প্রশ্ন, “ছেলেটি বাবাকে লিখিত নির্দেশ দেবে?” অতএব ধরেই নেওয়া যায় সব্যসাচী সরাসরি সংঘাতেই যাচ্ছে তৃণমূল নেতৃত্বের সঙ্গে।

আগামী বুধবার বিধাননগর পুরো নিগমের কর্পোরেশনের চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তীর নেতৃত্বে কাউন্সিলরদের একটি মিটিং ডাকা হয়েছে। সূত্রের খবর, সেই বৈঠকেই সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা আনবেন কাউন্সিলররা। সঙ্গে মেয়র পদে তাপস চট্টোপাধ্যায়ের নাম চূড়ান্ত করা হবে। জানা গেছে , ১১ জুলাই বিধানসভার অধিবেশন শেষ হওয়ার পরেই যেকোনো দিন সব্যসাচী দত্ত গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন । তবে তাঁর ইউরোপ সফরে যাওয়ার কথা আছে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

12 − 11 =