কলকাতা 

অনুজ শর্মার নেতৃত্বাধীন কলকাতা পুলিশ অপরাধ দমনে আগের চেয়ে অনেক বেশি সক্রিয় ; খুশি নাগরিকরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতা পুলিশ আবার তাদের হৃত গৌরব ফিরিয়ে আনতে সচেষ্ট হয়েছে । পুলিশ কমিশনার অনুজ শর্মার নেতৃত্বে এবং ডেপুটি কমিশনারদের ঐকান্তিকতায় কলকাতা পুলিশ অপরাধ দমনে এখন অনেক বেশি তৎপরতা দেখাচ্ছে । কয়েক দিন আগে মহিলা বক্সার সুমন কুমারী দিন দুপুরে আক্রান্ত হয়েছিল খিদিরপুরে । অভিযাগ পুলিশের সামনেই তিনি হেনস্থার শিকার হয়েছিলেন । সেই ঘটনা পুলিশ কমিশনারের কানে আসার কিছুক্ষণের মধ্যে অপরাধীকে গ্রেফতার করা হয় । সময়ে নিরিখে তা ছিল মাত্র এক ঘন্টা । এখানেই শেষ নয় আগামী ১০ জুলাই এই মামলার চার্জশিট দেবে কলকাতা পুলিশ । মাত্র ১১ দিনের মাথায় চার্জশিট দেওয়ার নজীর খুব কমই আছে ।

গত রবিবার ওয়েলিংটনে বাসের মধ্যে এক মহিলার শ্লীলতাহানী করার অভিযোগ ওঠে । ১০০ ডায়াল করে সেই অভিযোগ জানানো হয় । মাত্র ১০ মিনিটের মধ্যেই পুলিশ অপরাধী গ্রেফতার করে । গতকাল রবিবারও রাত্রী ৯ টা নাগাদ লালবাজারে অভিযোগ আসে একজন মহিলার শ্লীলতাহানী করার ।

Advertisement

সংবাদে প্রকাশ রবিবার রাত ৮টা ৫৫ মিনিটে ১০০ নম্বরে ফোন করে বছর ৪৬-এর এক মহিলা অভিযোগ করেন, এস এন রায় রোডের নিকটবর্তী অ্যাপেক্স বিল্ডিংয়ের এক নিরাপত্তারক্ষী তাঁর শ্লীলতাহানি করেছেন। মহিলা নিজের নাম-পরিচয়ও জানান ফোনে। অভিযোগ পেয়েই লালবাজার কন্ট্রোল রুমের তৎপরতায় খবর যায় ঘটনা সংলগ্ন নিউ আলিপুর থানায়। ফোন পেয়েই কোনও রকম সময় নষ্ট না করেই দ্রুত পদক্ষেপ করে নিউ আলিপুর থানা।

এ বারও মাত্র পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ওই নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সুরেশ সিংহ। তার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু হয়ছে। শহরের চেহারা রাতের দিকে আরও নিরাপদ করে তোলার লক্ষ্যে সক্রিয় রয়েছে কলকাতা পুলিশ। নালিশ পেয়েই দ্রুত পদক্ষেপ করা তারই নমুনা বলে দাবি লালবাজার সূত্রে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × one =