ধর্মীয় সহিংসতা থেকে রক্ষা পেতে মুসলিম নাম পাল্টে ফেলতে চান এক মুসলিম আমলা
বাংলার জনরব ডেস্ক : মব লিন্চিং-র জেরে এবার মুসলিম নামটাই পাল্টে দিতে চান মধ্যপ্রদেশের এক আমলা । নিয়াজ খান নামে ওই আমলা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছেন পারিপার্শ্বিক যা পরিস্থিতি তাতে তিনি নিজের নাম পাল্টে ফেলাকেই উপযুক্ত বলে তিনি মনে করছেন। ধর্মীয় বিভেদের বিভিন্ন ঘটনায় যেভাবে ক্রমেই হিংসা বেড়ে চলেছে তাতে নিরাপত্তার খাতিরে তিনি এমন সিদ্ধান্ত নিতে চাইছেন বলে জানান নিয়াজ।
নিয়াজের দাবি, দেশের বিভিন্ন প্রান্তে কেবল একটি ধর্মীয় ,সম্প্রদায়কে যেভাবে নিশানা করা হচ্ছে, তাতে তিনি নিরাপত্তাহিনীতায় ভুগছেন। তাঁর দাবি, নিজের ধর্মীয় পরিচিতি তিনি এদেশে লুকিয়ে ফেলতে পারলেই সুস্থভাবে বাঁচবেন। এবিষয়ে টুইটারে একটি পোস্ট-ও করেন তিনি। শুধু নাম নয়, নিজের ধর্মীয় সংস্কৃতির পোশাক পরা নিয়েই আশঙ্কার কথা জানিয়েছেন এই আমলা।
সোশ্যাল মিডিয়ায় নিয়াজের দাবি, বলিউড অভিনেতারা যাঁরা তাঁর ধর্মের প্রতিনিধি , তাঁরাও যেন নিজেদের নাম পাল্টে নেন। প্রসঙ্গত, নিয়াজের একের পর এক টুইট দেশজুড়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর কাড়তে শুরু কর দিয়েছে।