কলকাতা 

বিভেদ নয় , সম্প্রীতির বার্তা দিয়েছে সব ধর্মই ; রাজনীতির স্বার্থে বিভাজন করা হচ্ছে তপশিয়ায় ঈদ মিলন উৎসবে অভিমত বক্তাদের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি :  বিভেদ নয় ,সম্প্রীতির কথা সব ধর্ম বলেছে । কোনো ধর্মই মানুষের মধ্যে ভেদাভেদের কথা বলেনি । কিছু মানুষ রাজনীতির স্বার্থেই ধর্মকে ব্যবহার করছে । আর বিভাজন সৃষ্টির চেষ্টা করে চলেছে । রবিবার দুপুরে কলকাতা তপশিয়ার মনু মেমোরিয়াল ইন্সটিটিউশনে আল আমীন মিল্লি মিশনের উদ্যোগে ঈদ মিলন উৎসবে উপস্থিত বক্তাদের বক্তব্যে এই বার্তা উঠে এল ।

অনুষ্ঠানের সূচনা করে মনু মেমোরিয়াল ইন্সটিটিউশনের টিচার ইনচার্জ মাওলানা আবদুল ওয়াহাব বলেন , দেশে সংকট থাকবে , সংহতি বিনষ্টের চেষ্টা হবে । কিন্ত আমরা হিন্দু-মুসলমানরা যদি সম্প্রীতি রক্ষার দায়িত্ব নিই তাহলে কেউ তা ভাঙতে পারবে না । অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী জনাব আবদুল মুজিদ বলেন , সমস্যা সব সময় ছিল । আজও আছে । তা কাটিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে । বাংলায় কোনোভাবে সম্প্রীতি বিপন্ন হবে না । আবদুল মুজিদ আরও বলেন , সামাজিক কাজ করার মধ্য দিয়ে আমাদের মধ্যে মেল বন্ধন গড়ে তুলতে হবে । অধ্যাপক মনিরুজ্জামান বলেন , হাজার বছর পাশাপাশি বাস করেও আমরা এক অপরের সংস্কৃতি সম্পর্কে খুব বেশি জানি না । আর এই না জানার জন্যই আমাদের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে । এই বিভেদকে রুখতে হলে দুই সম্প্রদায়ের মধ্যে আরও বেশি করে যোগাযোগ বাড়াতে হবে ।

Advertisement

শিক্ষক তাপস মুখার্জি বলেন , বিভেদ খুব সহজে সৃষ্টি করা যাবে না । যদি আমরা একতা বদ্ধ হই । একটি ধর্মীয় শ্লোগানকে রাজনীতিকরণ করা হচ্ছে । তা থেকে এটা প্রমাণিত আমরা কেউ সম্প্রীতি বিরোধী নয় । সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা হচ্ছে রাজনীতির কারণেই । এটাকে মোকাবিলা করা  খুবই সহজ । যদি আমরা ঐক্যবদ্ধ হই ।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক  প্রকৃত রঞ্জন সরকার এদিন বলেন , মানুষের একটা পরিচয় হওয়া দরকার তা হল মানবতা । আর মানবতাকে দিয়েই সব সমস্যার সমাধান সম্ভব । এদিনের সভায় মনু মেমোরিয়াল ইন্সটিটিউশনের ( বাংলা মাধ্যমের) টিচার ইনচার্জ মাওলানা আবদুল ওয়াহাব সাহেব হজ করতে যাচ্ছেন বলে তাঁকে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয় ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , শিক্ষক ও সাংবাদিক সেখ ইবাদুল ইসলাম , মনু মেমোরিয়ালের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব সামসুল হক সাহেব । এদিনের সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন , জনাব রওশান আলী ,সৌরভ চ্যাটার্জি. শেখর মুখার্জি , মনু মেমোরিয়াল ইন্সটিটিউশনের ( উর্দু হাই স্কুলের ) প্রধান শিক্ষিকা নিদা আফরিন , প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক খালিদ হোসেন , প্রাথমিক বিভাগ ( বাংলা)-এর প্রধান শিক্ষক কমরুন নাহার , বিশিষ্ট গল্পকার শেখ আবদুল মান্নান , সমাজসেবী নাসির হোসেন , প্রাক্তন প্রধান শিক্ষক হারুণ আল রশিদ প্রমুখ । দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 − four =