‘‘কেউ মনে করতেই পারেন, আমি দলবিরোধী কথা বলছি। তা হলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমার কোনও আপত্তি নেই।” তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনের সভায় দাঁড়িয়ে নেতৃত্বকে চ্যালেঞ্জ জানালেন সব্যসাচী দত্ত
বাংলার জনরব ডেস্ক : তৃণমূলের কর্মচারী সংগঠনের সভায় দাঁড়িয়ে তৃণমূল দল ও বিদ্যুৎমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন খোদ বিধাননগর পুরসভার মেয়র ও তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত । শুক্রবার সল্টলেকের বিদ্যুৎ ভবনের সামনেআইএনটিটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়িজ ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন সব্যসাচী দত্ত।
বিদ্যুৎ কর্মীদের বেতন বাড়ানোর দীর্ঘদিনের দাবি এবং ডিএ প্রসঙ্গেই ছিলএ দিনের বিক্ষোভ কর্মসূচী। সেখানেই বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম না করে তাঁকে আক্রমণ করেন সব্যসাচী। মঞ্চ থেকে রাজ্যের বিদ্যুৎমন্ত্রীকে তীব্র ব্যঙ্গ করে বলেন,‘‘দফতরের নাম পাওয়ার। অথচ মন্ত্রীর নিজেরই কোনও পাওয়ার নেই।” তিনি আরও বলেন, ‘‘সারাজীবন শুনেছি তিনি শ্রমিক আন্দোলন করে নেতা হয়েছেন। আজকে মঞ্চে এসে বলতে পারতেন যে, তিনি অপারক। সেটা শুনলেও খুশি হতাম। কিন্তু পদের মোহে, মন্ত্রিত্ব হারানোর ভয়ে তিনি আসেননি।”
রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে এ ভাবে শাসক দলের নেতা প্রকাশ্যে মন্তব্য করছেন! ফলে অনেকেই তাঁকে দলবিরোধী বলে ভাবতে পারেন বলেও এ দিন জানিয়েছেন তিনি। নিজের ভাষণেই তিনি চ্যালেঞ্জ ছোড়েন, ‘‘কেউ মনে করতেই পারেন, আমি কোনও দলের কর্মী এবং দলবিরোধী কথা বলছি। তা হলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমার কোনও আপত্তি নেই।” এ দিন তাঁর সামনেই আন্দোলনকারীদের একাংশ বিদ্যুৎ ভবনে ভাঙচুর চালায় বলেও অভিযোগ উঠেছে।পুলিশ ভাঙচুরের ঘটনায় একটি মামলা শুরু করেছে।
এ দিন পুলিশের ব্যারিকেড ভেঙে সব্যসাচীর নেতৃত্বে বিদ্যুৎকর্মীরা বিদ্যুৎ ভবনের ভিতরে ঢোকেন। সব্যসাচীকে সেখানে বলতে শোনা যায়,‘‘এখানে এসে শুনলাম নতুন চেয়ারম্যান এসেছেন। তাই তাঁকে আরও এক মাস সময় দিলাম, বিদ্যুৎকর্মীদের বেতন সংক্রান্ত দাবি দাওয়া মেটাতে। আমরা চেয়েছিলাম, মোট লাভের ১০ শতাংশ কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হোক। আগামী ১৫ অগস্ট ফের আসব। আমাদের দাবি আদায় করতে।”
সরাসরি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কার্যত সব্যসাচী দত্ত কী গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন ? দীর্ঘদিন চুপ থাকার পর হঠাৎ করে তৃণমূলের কর্মচারী সংগঠনের বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দিয়ে তো দলবিরোধী কাজ করেছেন বলে তৃণমূল নেতৃত্ব মেনে করছেন । অবশ্য সব্যসাচী দত্ত জানেন তার এই কর্মসূচি দল মেনে নেবে না তাই কার্যত তার ব্যবস্থা নেওয়া কথা নিজেই বলেছেন ।