দেশ 

‘‘লড়াই জারি থাকবে। এটা আদর্শের লড়াই গত পাঁচ বছরে যতটা লড়াই করেছি, এ বার লড়ব তার দশ গুণ’’মানহানি মামলায় জামিন পাওয়ার পর রাহুল গান্ধীর প্রতিক্রিয়া

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাহুল গান্ধী আজ আরএসএসের এক কর্মীর করা মানহানি মামলায় জামিন পেয়েছেন । কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী গৌরি লঙ্কেশের হত্যাকান্ডের পর আরএসএসকে দায়ী করে বিবৃতি দিয়েছিলেন তারই প্রেক্ষিতে আরএসএসের এক কর্মী মহারাষ্ট্রে মুম্বই আদালতে মানহানি মামলা করেন । সেই মামলায় আজ ১৫০০০ টাকা বন্ডে রাহুল জামিন পান ।

জামিন পাওয়ার পর রাহুল সাংবাদিকদের বলেন, ‘‘নানা দিক থেকে আমাকে আক্রমণ করা হচ্ছে। কিন্তু লড়াই জারি থাকবে। এটা আদর্শের লড়াই। লড়াইটা আমি খুব উপভোগ করছি। গত পাঁচ বছরে যতটা লড়াই করেছি, এ বার লড়ব তার দশ গুণ।’’

Advertisement

রাহুলের মধ্যে সেই লড়াইয়ের ‘স্পিরিট’টা গত কালই দেখতে পাওয়া গেছে। জনতার উদ্দেশে লেখা রাহুলের ইস্তফাপত্রে। ভোট-ভরাডুবির যাবতীয় দায় নিয়ে বুধবার টুইটে জনতার উদ্দেশে লেখা একটি চিঠিতে কংগ্রেস সভাপতির পদ ছাড়েন রাহুল গান্ধী।

রাহুল গত কাল তাঁর চিঠিতে লিখেছিলেন, ‘‘ক্ষমতাবানরা  ক্ষমতার সঙ্গে থাকেন, ভারতে এটা অভ্যাসে পরিণত হয়েছে। কেউই ক্ষমতা ত্যাগ করেন না। করতে চান না। কিন্তু ক্ষমতালিপ্সা ত্যাগ না করতে পারলে আর গভীর আদর্শবাদী লড়াই না লড়তে পারলে আমরা আমাদের বিরোধী পক্ষকে হারাতে পারব না।’’

এদিকে, সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনের ঘটনার সঙ্গে ‘বিজেপি-আরএসএসের মতাদর্শ’কে জুড়ে মন্তব্য করার অভিযোগে রাহুলের বিরুদ্ধে মুম্বইয়ের একটি আদালতে মানহানির মামলা করেছিলেন এক আরএসএস কর্মী। আজ বৃহস্পতিবার সেই মামলায় ১৫ হাজার টাকার বিনিময়ে রাহুলের জামিনের আর্জি মঞ্জুর করেছে আদালত।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen − 5 =