দেশ 

‘‘আমার লড়াই কখনও রাজনৈতিক ক্ষমতা পাওয়ার জন্য ছিল না। বিজেপির প্রতি আমার কোনও ঘৃণা ও রাগ নেই ; যেখানে ওরা ফারাক দেখে, আমি মিল দেখি। যেখানে ওরা ঘৃণা দেখে, আমি দেখি ভালবাসা। আর যেখানে ওরা ভয় পায়, আমি বুকে জড়িয়ে নিই।’’ : রাহুল গান্ধী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির দায় নিজের কাঁধে তুলে নিয়ে পদত্যাগ করেছেন দলের নেতাদের অনুরোধেও পদত্যাগ পত্র প্রত্যাহার করেননি গতকালই তিনি আবার টুইট করে কংগ্রেস সভাপতি পদে থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন সেই সঙ্গে তিনি একটি খোলা চিঠিও লিখেছেন সেই চিঠিতে তিনি বলেছেন ,ভোটে জয় হয়েছে মানেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মুছে যায় না। সেই সত্য গোপন করতে যতই অর্থ খরচ করে প্রচার করা হোক।

রাহুলের কথায়, ‘‘দেশের প্রতিষ্ঠানগুলি কব্জা করার ব্যাপারে আরএসএসের লক্ষ্য সম্পূর্ণ হয়েছে। গণতন্ত্র দুর্বল হয়েছে। বারে ভারতের ভবিষ্যৎ রচনার বদলে আগামী ভোটগুলি হবে শুধুই নিয়মরক্ষা। এটাই আসল বিপদ।’’ এই ক্ষমতা দখল অভাবনীয় হিংসা ছড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাহুল  গান্ধী । তিনি বলেছেন , আর এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন কৃষক, বেকার যুবক, মহিলা, আদিবাসী, দলিত, সংখ্যালঘুরা।

Advertisement

সবের বিরুদ্ধে লড়াইয়ের থেকে কোনও ভাবেই পিছু না হঠার কথা জানিয়ে রাহুল বলেন, ‘‘আমি কংগ্রেসের অনুগত সৈনিক, ভারতমাতার সন্তান। তাঁকে রক্ষা করার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব।’’ লোকসভা ভোটের প্রচারের সময়ই রাহুল বারবার বিজেপিআরএসএসের সঙ্গে কংগ্রেসের আদর্শের ফারাকটি মেলে ধরতেন।

তিনি আরও লিখেছেন, ‘‘আমার লড়াই কখনও রাজনৈতিক ক্ষমতা পাওয়ার জন্য ছিল না। বিজেপির প্রতি আমার কোনও ঘৃণা রাগ নেই। কিন্তু আমার শরীরের প্রতিটি জীবন্ত কোষ ভারত সম্পর্কে তাদের ভাবনাকে প্রতিহত করে। যেখানে ওরা ফারাক দেখে, আমি মিল দেখি। যেখানে ওরা ঘৃণা দেখে, আমি দেখি ভালবাসা। আর যেখানে ওরা ভয় পায়, আমি বুকে জড়িয়ে নিই।’’

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × four =