খেলা 

দেশের সবচেয়ে সফল অধিনায়ক বিশ্বকাপের পরে অবসর নিতে চলেছেন ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিশ্বকাপের ভারতের শেষ ম্যাচেই হয়তো সবচেয়ে জনপ্রিয় এবং ঠান্ডা মাথার ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনী অবসর নিতে চলেছে বলে জানা গেছে । নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘ধোনিকে নিয়ে আগাম কিছু বলা সম্ভব নয়। তবে এটাও ঠিক, বিশ্বকাপের পর ওর পক্ষে দেশের হয়ে খেলা চালিয়ে যাওয়ার সম্ভবনাও ক্ষীণ। তিন ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সময় মাহি কাউকে কিছুই বুঝতে দেয়নি। সেই কারণেই ধোনিকে নিয়ে কিছু বলা কঠিন।’ শোনা যাচ্ছে, বিশ্বকাপে ‘টিম ইন্ডিয়া’র শেষ ম্যাচই নাকি হতে চলেছে দেশের জার্সি গায়ে মহেন্দ্র সিং ধোনিরও বিদায়ী ম্যাচ। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ককে গ্র্যান্ড ফেয়ারওয়েল দেওয়ার প্রস্তুতিও নাকি শুরু হয়ে গিয়েছে।
ভারতের সবচেয়ে সফল অধিনায়ক খানিকটা অভিমান নিয়েই বিদায় নিতে চলেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে । তাঁর সব সিদ্ধান্ত হঠাৎ করে আসেই যেকোনো সময় ধোনি জানিয়ে দিতে পারেন তার অবসরের সিদ্ধান্ত ।

পাঁচ বছর আগে আচমকাই তিনি জানিয়ে দিয়েছিলেন টেস্ট ক্রিকেটে অবসরের কথা ।সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্ব ছাড়ার ক্ষেত্রেও কাউকে কিছু বুঝতে দেননি তিনি। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পরই ভারতীয় টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছিল, আরও দু’বছর ধোনির উপর আস্থা রাখা হবে। তার একটাই কারণ, মাঠে মাহির উপস্থিতি ও ক্ষুরধার বুদ্ধি নেতা বিরাট কোহলিকে বহু কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে সাহায্য করবে। ধোনির বিকল্প হিসাবে ঋষভ পন্থকেই বেছে নেওয়ার পথ খোলা রেখেছে বিসিসিআই।
তবে ধোনি পালের হাওয়া কীভাবে ঘোরাতে হয়, সেটা ভালোই জানেন। যখনই ‘ফিনিশার’কে ফিনিশড বলে কেউ কটাক্ষ করেছেন, তখনই ধুমকেতুর মতো কামব্যাক করেছেন এমএসডি। তাই তাঁর ভক্তরা এখনও আশা ছাড়ছেন না। এটা ঠিক, ধোনি যদি বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে ভালো পারফর্ম করেন এবং ভারত বিশ্বকাপের ফাইনালে ওঠে কিংবা চ্যাম্পিয়ন হয়, তাহলে ধোনিকে ‘আলবিদা’ জানানোর জন্য আরও একটু হয়তো অপেক্ষা করতে হবে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × 2 =