কলকাতা 

আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ চালু করল মমতা সরকার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বাংলায় আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদেরে জন্য সরকারি চাকুরি এবং ‍শিক্ষায় ১০ শতাংশ সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । আর্থিক নিরিখে এই সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়ার ফলে এবার রাজ্যের উচ্চবর্ণের মানুষেরা সংরক্ষণের আওতায় আসতে পারবে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ কথা ঘোষণা করেন।
এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, ১০ শতাংশ সংরক্ষণের এই সিদ্ধান্ত রাজ্যের পক্ষে ঐতিহাসিক। বেশ কয়েকটি শর্ত পূরণ করলেই এই সংরক্ষণ মিলবে। তবে এসসি-এসটি সংরক্ষণ পাচ্ছেন যাঁরা, তাঁরা এই সংরক্ষণের আওতায় থাকবেন না। তিনি রাজ্যের সংরক্ষণের ধরনকে কেন্দ্রে থেকে আলাদা বলে বর্ণনা করেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সংরক্ষণ ঘোষনার পর তার প্রভাব কি পড়বে ভোট বাক্সে নাকি বিজেপির বাক্সে তা জানা যাবে আগামী পুরসভার নির্বাচনগুলিতে।

Advertisement

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twenty − 2 =