কলকাতা 

এবার উচ্চমাধ্যমিকের উত্তরপত্র দেখতে পাবে পরীক্ষার্থীরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অনেক সময় ভাল পরীক্ষা দিয়ে নম্বর কম পেয়েছে এমন অভিযোগ শুনতে পাওয়া যায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মুখে । এই আভিযোগ আর করতে পারবে না পরীক্ষার্থীরা এবার থেকে উচ্চ-মাধ্যমিক কাউন্সিল এক অভিনব উদ্যোগ নিতে চলেছে ।

বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরে ‘সন্তুষ্ট’ না হলে, আগে ‘রিভিউ’-এর আবেদন করা যেত। এ বার পরীক্ষার্থীদের প্রতিটি বিষয়েরই উত্তরপত্র দেখার সুযোগ করে দিতে চলেছে উচ্চ-মাধ্যমিক কাউন্সিল।

Advertisement

এ বিষয়ে কাউন্সিল তার নিজের ওয়েবসাইটে মঙ্গলবার নোটিস জারি করে ‘প্রসিডিওর ফর সেল্ফ ইনস্পেকশন’-এর সবিস্তার তথ্য জানিয়েছে উচ্চ শিক্ষা সংসদ। তাতে জানানো হয়েছে, যাঁরা ২০১৯ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, তাঁরা আগামী ৫ জুলাইয়ের পর অনলাইনে পরীক্ষার খাতা দেখার আবেদন করতে পারবেন। এমনকি প্রয়োজনে নির্দিষ্ট বিষয়ের খাতার ফোটোকপি পাওয়ার জন্যও আবেদন করা যাবে বলে সংসদ জানিয়েছে।

এই নতুন নিয়ম চালু হওয়ার ফলে পরীক্ষার্থীরা যেমন নিজেদের খাতা দেখে বুঝতে পারবে তারা ঠিক কোথায় ভুল করেছে একইভাবে পরীক্ষা ব্যবস্থা অনেকটাই স্বচ্ছ হবে বলে আশা করছেন শিক্ষাবিদরা।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 + 9 =