কলকাতা 

রাজীব কুমারকে আগামী ২২ জুলাই পর্যন্ত গ্রেফতার করতে পারবে না সিবিআই নির্দেশ কলকাতা হাইকোর্টের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতার সাবেক পুলিশ কমিশনার  রাজীব কুমারের গ্রেফতারির উপর ‘রক্ষাকবচ’বহাল থাকল আগামী ২২ জুলাই পর্যন্ত। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট রাজীবের গ্রেফতারির উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দিয়েছে।

সারদা-কাণ্ডে সিবিআইয়ের সমনকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার হাইকোর্টের দ্বারস্থ হন। মঙ্গলবার ওই মামলার শুনানিতে আগামী ২২ জুলাই পর্যন্ত তাঁর গ্রেফতারির উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ জুলাই।

Advertisement

গত মে মাসে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রাজীব কুমারের আইনজীবীকে ওই মামলা নথিভুক্ত করার অনুমতি দেয়। সেই মামলার শুনানিতে গত এক মাস তাঁর গ্রেফতারির উপর স্থগিতাদেশ দেয় আদালত। তবে তাঁকে সিবিআইয়ের মুখোমুখি হতে নির্দেশ দেওয়ার পাশাপাশি কলকাতা ছেড়ে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এমনকি তাঁকে সিবিআইয়ের কাছে পাসপোর্ট জমা রাখতেও বলা হয়েছিল।

ইতিমধ্যেই সারদা-কাণ্ডে সিবিআই তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এক দফা জেরা করেছে। তবে এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে শিলংয়ে পাঁচ দিনে প্রায় ৩৯ ঘণ্টা জেরা করা হয়েছিল। তখন অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশ গ্রেফতারির উপর স্থগিতাদেশ ছিল।

কলকাতা হাইকোর্টে আজকের নির্দেশিকার পর আইপিএস রাজীব কুমার অনেকটাই স্বস্তিতে থাকবে বলে ওয়াকিবহাল মনে করছে ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one + 1 =