জেলা 

জল সংকটে বাংলার হুগলী ; যুদ্ধকালীন তৎপরতার মোকাবিলার ইঙ্গিত কেন্দ্রের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : জলের সংকট দেখা দিতে চলেছে । আগামী বিশ্বজুড়ে জল নিয়ে বাধতে বিশ্বযুদ্ধ । দেশের পরিবেশবিদরা বলছেন আগামী কয়েক দশকের মধ্যে আমাদের দেশে জলসংকট তীব্র হবে । তা নিয়ে কেন্দ্রীয় সরকার দেশজুড়ে সমীক্ষা করছে । সেই সমীক্ষায় উঠে এসেছে পশ্চিমবাংলার হুগলী জেলার নাম । এই জেলার ভূগর্ভস্থ জল কমে আসছে বলে ওই সমীক্ষায় ইঙ্গি ত দেওয়া হয়েছে ।

ভূগর্ভস্থ জলে টান পড়েছে, দেশের এমন ২৫৬টি জেলাকে চিহ্নিত করেছে নরেন্দ্র মোদী সরকার— যার মধ্যে রাজ্যের হুগলি জেলাও রয়েছে।  মন্ত্রকের বক্তব্য, এমন নয় যে গোটা জেলাতেই ভূগর্ভস্থ জলের টান রয়েছে। হুগলির ক্ষেত্রে যেমন একটি ব্লকে টান রয়েছে। যার অর্থ, যত ভূগর্ভস্থ জল তোলা হচ্ছে, তার চেয়ে কম জল সঞ্চিত হচ্ছে।
জল নিয়ে দুশ্চিন্তার কথা মাথায় রেখেই সোমবার থেকে মোদী সরকার ‘জলশক্তি অভিযান’ শুরু করেছে। প্রথম পর্যায়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ২৫৬টি জেলায় জল সংরক্ষণ নিয়ে প্রচার অভিযান চলবে। আগের জমানায় যে ভাবে ‘স্বচ্ছ ভারত অভিযান’-কে সামাজিক আন্দোলনের চেহারা দেওয়া হয়েছিল, এ বার জল সংরক্ষণকেও একই চেহারা দেওয়ার চেষ্টা হবে। মোদী গত কাল ‘মন কি বাত’-এ জল সরংক্ষণের কথা বলেছিলেন। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত বলেন, ‘‘একে গণআন্দোলনের চেহারা দেওয়া জরুরি। মানুষের মনোভাব, অভ্যাস বদলাতে হবে। জলের অপচয় বন্ধ করতে হবে। কৃষিতে নজর দিতে হবে। কারণ ৮৯% জলই চাষে ব্যবহার হয়।’’

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fourteen + fourteen =