কলকাতা 

মালদহে সানাউল্লাহ শেখকে পিটিয়ে মারার ঘটনায় টনক নড়ল বাম কংগ্রেসের ; মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সম্প্রীতির জন্য একজোট হচ্ছেন সুজন- মান্নান -পার্থ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম-কংগ্রেসের কাছে আবেদন করেছিল বিজেপিকে রুখতে এক জোট হওয়ার । কিন্ত আবেদনের পরেই কংগ্রেস নেতা আবদুল মান্নান ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানিয়ে দিয়েছিলেন নেভার । কিন্ত গতকাল মালদহতে সানাউল্লাহ শেখকে গরু পাচারকারী সন্দেহে পিটিয়ে খুনের ঘটনার পর বাম-কংগ্রেস নড়েচড়ে বসে । গতকাল থেকেই সুর পরিবর্তন করে বাম কংগ্রেস বলতে শুরু করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে । সোমবার বিধানসভায় বাম নেতা সুজন চক্রবর্তী ও বিরোধী দলনেতা আবদুল মান্নান সাংবাদিক সম্মেলন করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে এক জোট হওয়ার আহ্বান জানান এবং বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব পেশ পাশের দাবি তোলেন ।

এদিন বিধানসভায় আবদুল মান্নান বলেন, ‘‘ধর্মের জন্য কোথাও কাউকে এতদিন খুন হতে হয়নি। এখন যা হচ্ছে, আগে তা হয়নি। এই ব্যাপারে আমরা নিশ্চিত সরকার পক্ষও আমাদের মতকেসমর্থন করবে। এর জন্য সর্বদলীয় আলোচনার প্রস্তাব আনার দাবি করলাম।’’ ধর্মীয় ইস্যুতে সর্বদল বৈঠকের দাবি জানান তিনি।  গণপিটুনির প্রসঙ্গ তুলে বিরোধী দলনেতা আবদুল মান্নানের সঙ্গে সর্বদলীয় প্রস্তাবের পক্ষে সুর চড়ান সুজন চক্রবর্তীও।

Advertisement

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিরোধীদের প্রস্তাবকে সমর্থন করে স্পিকারকে নোটিশ দেবেন বলে জানান।  পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, ‘‘আমাদের মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু বাংলাকে ধর্মীয় ভাবে ভাগ করার চেষ্টা যারা করবে, তারা বিচ্ছিন্ন হবে। ’’ তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড কিংবা উত্তরপ্রদেশ নয়। যারা পশ্চিমবঙ্গকে ধর্মের ভিত্তিতে বিভাজিত করার চেষ্টা করছে, তাঁরা সফল হবে না।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেন,  বিজেপিকে রুখতে গেলে সব পক্ষকে এক হতে হবে। সেদিনের সেই প্রস্তাবে আরও এক ধাপ এগিয়ে গেল বিরোধীরাও।

এদিন বিরোধী দলনেতা আবদুল মান্নানের ঘরে এই প্রস্তাবের বিষয়ে আলোচনা করেন বামকংগ্রেসতৃণমূল বিধায়করা।  অর্থাত্ ভেদাভেদের রাজনীতি কিংবা গণপিটুনি রুখতে বিজেপি ছাড়া বামকংগ্রেস তৃণমূল এখন কার্যত একজোট। অন্তত এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 + ten =