কলকাতা 

টলিপাড়ার দখল নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতার টলি-পাড়ার দখল নিয়ে কী শেষ পর্যন্ত মুকুল রায় ও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মধ্যে প্রকাশ্যে বিবাদ সামনে এল । টলিপাড়ার শিল্পী ও কলাকুশলীদের সংগঠন নিয়ে মুখোমুখি রাজ্য বিজেপি সভাপতি ও মুকুল রায়। সোমবার বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের ব্যানারে সদ্য তৃণমূল থেকে আসা বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা সোমবার সাংবাদিক বৈঠক করেন। শঙ্কুদেব মুকল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত । এদিন তিনি  দাবি করেন, তাঁদের সংগঠন আরএসএস অনুমোদিত। কিন্তু মানতে নারাজ বিজেপি।

উলটো দিকে রয়েছে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যান্ড কালচারাল কনফেডারেশন। তার নেত্রী ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। গত শনিবারই ওই সংগঠনকে স্বীকৃতি দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের আবার দাবি, অগ্নিমিত্রার সংগঠন তাঁদের সংগঠনেরই অংশ। যা মানতে নারাজ অগ্নিমিত্রারা।

Advertisement

রাজ্যে বিজেপির উত্থানের পর থেকেই বেনোজল ঢোকা নিয়ে বিতণ্ডা বেঁধেছে । অন্য দল ভাঙিয়ে লোক ভরানোর ব্যাপারে বিজেপি যতটা মরিয়া ঠিক ততটাই সাবধানী আরএসএস। ফলে বিভিন্ন জায়গায় মুখোমুখি হচ্ছেন বিজেপি ও আরএসএস কর্মীরা। সিদ্ধান্ত আগেই হয়েছিল। যদিও বিজেপির রাজ্য সভাপতি নিজে একজন আরএসএসের লোক এবং একসময় আরএসএসের প্রচারক ছিলেন । সুতরাং টলিপাড়া দখল নিয়ে মুকুল বা দিলীপের ছায়া যুদ্ধের নেপথ্যে কী আসলে আরএসএস বনাম বিজেপির লড়াই হচ্ছে ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × 1 =