দেশ 

সোমবার সাত সকালে জম্মুতে ভয়াবহ বাস দূর্ঘটনায় মৃত্যু ৩৩ , আহত ২২

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সপ্তাহের প্রথম দিন আজ সোমবার সাত সকালে জম্মুতে বাস খাদে পড়ে মৃত্যু হল কমপক্ষে ৩৩। আহত ২২। যুদ্ধকালীন তত্পরতায় চলছে উদ্ধারকাজ। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ জম্মুর কিশতওয়ার জেলার সিরগরিতে দুর্ঘটনাটি ঘটে।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, কেশওয়ান থেকে কিশতওয়ারে যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি। সিরগরিতে মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। জম্মুর পুলিস ইনস্পেক্টর এম কে সিনহা জানান, এখনও পর্যন্ত ২০ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। যুদ্ধকালীন তত্পরতায় চলছে উদ্ধারকাজ। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

Advertisement

এই ঘটনায় শোকবার্তা টুইট করেছেন জম্মু কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদ্দুলাহ। পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী মেহবুবা জানান, কাশিতওয়ারে মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত। মৃতদের পরিবারে প্রতি সান্ত্বনা জানাচ্ছি। ওমর আবদ্দুলাহও টুইটে জানান, ভয়ঙ্কর বাস দুর্ঘটনা কাশিতওয়ারে। মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ আহতদের দ্রুত আরোগ্যের কামনা জানাচ্ছি। উল্লেখ্য, ডোডা, কিশতওয়ার, রাজৌরি এবং পুঞ্চ জেলায় বেপরোয়া গাড়ি চালিয়ে

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twenty − 6 =