দেশ 

দ্বিতীয় ইনিংসের প্রথম মন কী বাত-এ জল সংরক্ষণের জন্য দেশবাসীর কাছে আবেদন করলেন মোদী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর মোদী প্রথম মন কী বাত অনুষ্ঠানে আজ বক্তব্য রাখলেন । আজকের বক্তব্যের মধ্যে জল সংকট নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ দেখা গেছে । তিনি এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন , প্রখর গ্রীষ্মে দেশজুড়ে বিভিন্ন রাজ্যে তৈরি হওয়া খরা ও জলসংকটকে সামনে রেখে এদিন প্রধানমন্ত্রী ‘মন কি বাত’-এ দেশের জনগণকে বৃষ্টির জল সংরক্ষণ ও সঞ্চয় করার ডাক দেন। এর জন্য তার সরকার ইতি মধ্যে গড়ে তুলেছে নতুন জলশক্তি মন্ত্রক। তিনি বলেন, সকলের আলাদা আলাদা প্রয়াস একসঙ্গে যুক্ত করে বিশাল জল সংরক্ষণ আন্দোলন গড়ে তোলাই তাঁর লক্ষ্য। যেমন ভাবে স্বচ্ছ ভারত অভিযানে দেশের মানুষ তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলেছেন, এবার দেশের জলের অভাব দূর করতে জল সংরক্ষণের ক্ষেত্রেও একই ভাবে অগ্রসর হওয়ার বার্তা এদিন দেন মোদী। শুধু তাই নয় জল সঞ্চয়ের নতুন নতুন পন্থা বার করে তাও তাঁকে লিখে জানাতে আবেদন করেন প্রধানমন্ত্রী। জল সঞ্চয় নিয়ে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “জল কিভাবে সঞ্চয় করবেন তা আপনারা নিজেরাই ঠিক করুন। বৃষ্টির জল সঞ্চয় করুন। জল সঞ্চয়ের প্রকল্পে একে অপরকে সাহায্য করুন”। এর সঙ্গে দেশের বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকেও যুক্ত হওয়ার ডাক এদিন দেন প্রধানমন্ত্রী।

এদিনের ‘মন কি বাত’-এ প্রধানত তিনটি বিষয় ছিল। একটি হল বর্ষার জল সংরক্ষণ ও সঞ্চয় ও দ্বিতীয়টি হল বিশ্ব যোগ দিবস ও তৃতীয়টি হল বই পড়ায় উৎসাহ প্রদান। শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, তাঁর আবেদন সারা দিয়ে এখন তিনি কোনও অনুষ্ঠানে বা সভায় গেলে লোকে তাঁকে বই উপহার দিচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন দেশের জনগণের মধ্যে বই পড়ার প্রবনতা বৃদ্ধি করা প্রয়জনীয়। ডিজিটাল ইন্ডিয়ার প্রসঙ্গিকতার আসল অর্থ লুকিয়ে আছে বইতেই বলে এদিন দেশের জনগণের কাছে বই পড়া ও তা পড়ে তার অর্থ প্রধানমন্ত্রীর অ্যাপ্লিকেশনে লিখে তাঁকে জানানোর আবেদন করেন মোদী।

Advertisement

উল্লেখ্য , সম্প্রতি চেন্নাইয়ে জল সংকট তীব্র আকার ধারণ করেছে । বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েক দশক পর এদেশে জলের সংকট আরও তীব্র আকার ধারণ করবে । মনে করা হচ্ছে আগামী দিনে জলই দেশের সবচেয়ে বড় সমস্যা হয়ে আত্মপ্রকাশ করতে চলেছে । সেদিকে তাকিয়ে প্রধানমন্ত্রী দ্বিতীয় ক্ষমতায় আসার পর প্রথম মন কী বাত অনুষ্ঠানে জল সংরক্ষণের উপর জোর দিলেন ।

একই সঙ্গে দেশের মানুষ তাঁর সরকারকে দ্বিতীয় ক্ষমতায় আনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন । একই সঙ্গে দেশবাসীকে অভিনন্দন জানান । বিরোধীদের নানা প্রচার সত্ত্বে তাঁর উপর আস্থা রাখার জন্য ।

 

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two − 1 =