কলকাতা 

নিম্নচাপের প্রভাবে কলকাতাসহ সমগ্র দক্ষিণবঙ্গে আগামী কাল থেকে তিনদিন বৃষ্টির সম্ভাবনা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে । শুক্রবার সারাদিন মেঘলা থাকার পর  বিকেলে বৃষ্টি নামে । আবহাওয়া অফিসের খবর আপাতত আগামী তিন দিন, অর্থাৎ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত, ভালই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোয়। শুধু বৃষ্টিই নয়, কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর— দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি হবে। তবে কলকাতার বাসিন্দাদের হতাশ হওয়ার কারণ নেই বলেও জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। কলকাতাতেও ভাল বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে আগামী তিন-চারদিন বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি হবে না।

Advertisement

নির্দিষ্ট সময়ের অনেক পরে রাজ্যে বর্ষার আগমন ঘটেছে। দক্ষিণবঙ্গে ৮ জুনের পরিবর্তে ২১ জুন মৌসুমী বায়ু প্রবেশ করেছিল। কিন্তু মৌসুমী বায়ু দুর্বল হওয়ায়, ঠিক মতো বৃষ্টি হয়নি এত দিন। কলকাতা বৃষ্টির ঘাটতি (১-২৮ জুন) প্রায় ৬৮ শতাংশ। একই ভাবে দক্ষিণ ২৪ পরগনায় ৬০, উত্তর ২৪ পরগনায় ৭৫, হাওড়ায় ৬৫, পূর্ব মেদিনীপুরে ৪৭ এবং পশ্চিম মেদিনীপুরে ৪৬ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। রাজ্যে প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির ঘাটতি রয়েছে এখনও।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 − four =