দেশ 

তৃণমূল সাংসদ নুসরাত জাহানের বিয়ে ইসলাম বিরোধী বলে মন্তব্য দেওবন্দের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নুসরাত জাহান কলকাতার এক অভিজাত মুসলিম পরিবারের মেয়ে । তিনি আবার তৃণমূল দলের সদ্য সাংসদ নির্বাচিত হয়েছেন বসিরহাট থেকে । সম্প্রতি তিনি বিয়ে করেছেন এক ব্যবসায়ীকে । তাঁর নাম নিখিল জৈন । তিনি জৈন ধর্মের মানুষ ।

আর এই কারণেই তাঁর বিয়ে নিয়ে  আপত্তি তুলেছে । দেশের সবচেয়ে বড় ইসলামিক প্রতিষ্টান দারুল উলুম দেওবন্দ। এই ইসলামী সংস্থার দাবি, নুসরত যেভাবে এক ভিন ধর্মীর সঙ্গে বিবাহ সম্পন্ন করেছেন, তা নিয়ে খানিকটা আপত্তি রয়েছে । সংগঠনের দাবি নুসরতের উচিত ছিল স্বধর্মে বিবাহ সম্পন্ন করা। দেওবন্দের দাবি, মুসলিম মহিলা হিসাবে নুসরতের সিঁদুর ও মঙ্গলসূত্র পরা উচিত হয়নি। ইসলাম ধর্ম মতে এটিকে ‘হারাম’ বলে দাবি করছেন দেওবন্দের সদস্যরা।

Advertisement

সাহারানপুরের দারুম উলুম দেওবন্দের তরফে জানানো হয়েছে , অভিনয় জগতে পা রেখে নুসরত স্বধর্মের বেশ কিছু রীতি নীতি অমান্য করেছেন। পাশাপাশি একাধিক ধর্মীয় নিয়মও ভেঙেছেন বলে দাবি এই সংস্থার। যদিও বিষয়টি নিয়ে তৃণমূলের তরফে উঠে আসেনি কোনও প্রতিক্রিয়া। দেওবন্দের ফতোয়া , মুসলিম মেয়েরা যেন একদমই না বিয়ে করেন হিন্দু কোনও পুরুষকে।

তুরস্কের বোদরুমে এক রাজকীয় আয়জনে গত ১৯ জুন সাত পাকে বাঁধা পড়েন নুসরত জাহান রুহি ও নিখিল জৈন। কলকাতার নামী ব্যবসায়িক পরিবারের সন্তান নিখিলের সঙ্গে বগুদিন ধরেই সম্পর্ক ছিল নুসরতের। আর সেই সম্পর্ক ধরা দেয় বিয়ের পরিণতিতে। বিয়ের পর সংসদে শপথ নেওয়ার দিন সিঁথিতে সিঁদুর আর হাতে মেহেন্দি নিয়ে সকলের নজর কেড়েছেন এই বাঙালি অভিনেত্রী।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 + 17 =