কলকাতা 

তৃণমূলের সাংগঠনিক বৈঠকেও প্রশান্ত কিশোর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : তৃণমূলের দলীয় বৈঠকে এবার হাজির ইলেকশন স্ট্র্যাটিজিস্ট প্রশান্ত কিশোর৷ প্রতি শুক্রবার লোকসভা ভোটের খারাপ ফল নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে জেলাওয়াড়ি বৈঠক করছেন তৃণমূল সুপ্রিমো৷ এদিন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মমতা৷ বৈঠক শুরুর প্রায় আধ ঘন্টা পর সেখানে হাজির হন প্রশান্ত কিশোর৷ সাংসদ ও যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন তৃণমূলের বৈঠকে যান এই ইলেকশন স্ট্র্যাটিজিস্ট৷

সূত্রের খবর, বৈঠকে পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতৃত্বকে এদিন কড়া বার্তা দেন দলনেত্রী৷ সেখানে হাজির প্রশান্ত কিশোর অবশ্য আগাগোড়াই ছিলেন শ্রোতা৷ কোনও কথা বলেলনি তিনি৷ পরে অভিষেকের সঙ্গেই তৃণমূল ভবন ছাড়েন তিনি৷ লোকসভা নির্বাচনে কোন কোন ইস্যুগুলি তৃণমূলের বিপক্ষে গিয়েছে বৈঠকে হাজির থেকে তা বুঝে নেওয়ার চেষ্টা করেন বলে মনে করা হচ্ছে৷

Advertisement

১৯শের লোকসভায় তৃণমূলের ভরাডুবি হয়েছে৷ ১২টি আসন খুইয়েছে মমতার দল৷ বিজেপির উত্থানে বাংলাজুড়ে উঠছে ‘জয় শ্রীরাম’ ধ্বনি৷ তবে গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ ছুঁড়ে ২১শের ভোটে জয় হাসিল করতে মরিয়া তৃণমূল সুপ্রিমো৷ সেই লক্ষ্যেই নির্বাচনী সাফল্য পেতে এই কৌশলীকে যুক্ত করা হল সংগঠনের সঙ্গে৷

ভোট বিপর্যয়ের পরই তৃণমূল নেত্রী জানিয়েছিলেন তিনি এবার প্রশাসনে কম, সংগঠনে বেশি গুরুত্ব দেবেন৷ যা বাস্তবেও দেখা যাচ্ছে৷ ভোটের ফলের পর দলের কোর কমিটির বৈঠক, তৃণমূল সাংসদ ও পরাজিত প্রার্থীদের নিয়ে আলোচনা, রাজ্যব্যাপী তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে কথা বলা সহ জেলাওয়াড়ি বৈঠক করছেন নেত্রী৷ অভিযোগ তুলে ধরে বিঁধছেন সংগঠনের নেতৃত্বদের৷ একই সঙ্গে হাজির প্রশান্ত কিশোরের মতো ইলেকশন স্ট্র্যাজিস্টও৷

এদিন পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বিধায়ক আশিস চক্রবর্তী মমতার তোপের পড়েন৷ কেন জনসংযোগের পেয়ে অবৈধ বালি খাদান থেকে অর্থ উপার্জনই প্রধান হয়ে উঠেছে তা নিয়ে তিনি জানতে চান।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

12 − eight =