কলকাতা 

মানুষের কাছে যান , মানুষের কাছে না যাওয়ার জন্যই এই বিপর্যয় ; পশ্চিম মেদিনীপুরের নেতাদের উদ্দেশ্যে বললেন মমতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত প্রতি শুক্রবার তিনি সাংগঠনিক অবস্থা নিয়ে জেলাওয়ারি বৈঠক করবেন । নিয়ম মত আজ শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সঙ্গে বৈঠকে বসেন। এদিনের বৈঠকের শুরুতেই পরিসংখ্যান দিয়ে বলা হয় , জেলার ১৫টি বিধানসভার মধ্যে ৭টি বিধানসভাতেই পিছিয়ে ছিল তৃণমূল । কেন এই ফল ? তার পর্যালোচনা করার পাশাপাশি বলা হয় পুরোনো কর্মীদের গুরুত্ব দেওয়া হয়নি । তাদের দলে গুরুত্ব দিতে হবে । তাদেরকে যথা যোগ্য সম্মান দিতে হবে । মানুষের কাছে যেতে হবে । মানুষের কথা শুনতে হবে । নেতাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নিজেদের মুখ আয়নায় দেখুন , নিজের সমালোচনা নিজেরা করুন । বুথ স্তর পর্যন্ত কমিটি গড়ে তুলুন ।

উল্লেখ্য ,পশ্চিম মেদিনীপুর জেলায় ফল খারাপ হওয়ার জন্য বেশ কয়েকটি ফ্যাক্টর কাজ করছে। মূলত সেই বিষয়গুলো নিয়েই এদিন পর্যালোচনা হয়। কীভাবে এই সমস্যার সমাধান করা যায়, কীভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব, তা নিয়ে বৈঠক।

Advertisement

মূলত লোকসভা নির্বাচনের ফলে বেশ কিছুটাই বিপর্যস্ত তৃণমূল। নেতাদের উজ্জীবিত করতে প্রতি শুক্রবার একটি জেলাকে নিয়ে বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে হুগলি ও নদিয়ার জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve − 8 =