খেলা 

মুহাম্মদ সামির বিধ্বংসী বোলিং-এর কাছে দাঁড়াতে পারল না ওয়েষ্ট ইন্ডিজ , সেমি-ফাইনালে চলে গেল ভারত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুহাম্মদ সামির অনবদ্য বোলিং-র উপর ভর করে পকিস্তানের পর ওয়েষ্ট ইন্ডিজকেও হেলায় হারিয়ে দিল ভারত । প্রথম ব্যাট করতে নেমে মাত্র ২৬৮ রান করে ছিল ভারত । মনে হচ্ছিল বিশ্বের এই মুহুর্তে সেরা ভারতও এবার হেরে যেতে পারে । কারণ এই ম্যাচে ২৬৮ রান বড় কোনো রান নয় । কিন্ত দেখা গেল ভারতীয় বোলার অনবদ্য বোলিং-এ শেষ হয়ে গেল মাত্র ২৪৩ রানেই ওয়েষ্ট ইন্ডিজের ইনিংস । মূলত মুহাম্মদ সামির ৪টি ইউকেট এই ম্যাচ জেতার অন্যতম কারণ ।

এই ম্যাচ জেতার সঙ্গে বিশ্বকাপ সেমি ফাইনালে যাওয়া নিশ্চিত করে হয়ে গেল ভারতের । এই ভাবে যদি খেলতে থাকে তাহলে বিশ্বকাপ যে ভারতের হাতেই আসবে তা নিয়ে কোনো সন্দেহ নেই ।

Advertisement

 

ওল্ড ট্র্যাফোর্ডও তাই আর অঘটনের চিত্রনাট্য লিখতে যায়নি। ছত্রিশ বছর আগে ফেভারিটকে হারিয়ে চমকে দিয়েছিল আন্ডারডগ। সে-দিন জন্ম নেওয়া নতুন এক শক্তি আজ ক্রিকেটের মহাশক্তি। তারাই জিতল! ফেভারিটই জিতল!

স্কোরকার্ড
ভারত                                   ২৬৮ (৫০)
ওয়েস্ট ইন্ডিজ                       ১৪৩ (৩৪.)

ভারত
রাহুল বো হোল্ডার                             ৪৮•৬৪
রোহিত ক হোপ বো রোচ             ১৮•২৩
বিরাট ক ব্র্যাভো (পরিবর্ত) বো হোল্ডার ৭২•৮২
শঙ্কর ক হোপ বো রোচ                ১৪•১৯
কেদার ক হোপ বো রোচ                  ৭•১০
ধোনি ন. আ.                                         ৫৬•৬১
হার্দিক ক অ্যালেন বো কটরেল             ৪৬•৩৮
শামি ক হোপ বো কটরেল                         ০•২
কুলদীপ ন. আ.                                          ০•১
অতিরিক্ত                        ৭
মোট                                            ২৬৮-৭ (৫০)
পতন: ১-২৯ (রোহিত, ৫.৬), ২-৯৮ (রাহুল, ২০.৪), ৩-১২৬ (শঙ্কর, ২৬.১), ৪-১৪০ (কেদার, ২৮.৫), ৫-১৮০ (কোহালি, ৩৮.২), ৬-২৫০ (হার্দিক, ৪৮.২), ৭-২৫২ (শামি, ৪৮.৫)।
বোলিং: শেল্ডন কটরেল ১০-০-৫০-২, কেমার রোচ ১০-০-৩৬-৩, ওশেন থমাস ৭-০-৬৩-০, ফ্যাবিয়ান অ্যালেন ১০-০-৫২-০, জেসন হোল্ডার ১০-২-৩৩-২, কার্লোস ব্রাথওয়েট ৩-০-৩৩-০।

ওয়েস্ট ইন্ডিজ
গেল ক কেদার বো  শামি                          ৬•১৯
অ্যামব্রিস এলবিডব্লিউ বো হার্দিক ৩১•৪০
হোপ বো শামি                              ৫•১০
পুরান ক শামি বো কুলদীপ           ২৮•৫০
হেটমায়ার ক রাহুল বো শামি        ১৮•২৯
হোল্ডার ক কেদার বো চহাল           ৬•১৩
ব্রাথওয়েট ক ধোনি বো বুমরা            ১•৫
অ্যালেন এলবিডব্লিউ বো বুমরা         ০•১
রোচ ন. আ.                                ১৪•২১
কটরেল এলবিডব্লিউ বো চহাল       ১০•৮
থমাস ক রোহিত বো শামি              ৬•১১
অতিরিক্ত                       ১৮ মোট                                           ১৪৩ (৩৪.২)
পতন: ১-১০ (গেল, ৪.৫), ২-১৬ (হোপ, ৬.৫), ৩-৭১ (অ্যামব্রিস, ১৭.৬), ৪-৮০ (পুরান, ২০.২), ৫-৯৮ (হোল্ডার, ২৩.৫), ৬-১০৭ (ব্রাথওয়েট, ২৬.১), ৭-১০৭ (অ্যালেন, ২৬.২), ৮-১১২ (হেটমায়ার, ২৮.৩), ৯-১২৪ (কটরেল, ২৯.৫), ১০-১৪৩ (থমাস, ৩৪.২)।
বোলিং: মহম্মদ শামি ৬.২-০-১৬-৪, যশপ্রীত বুমরা ৬-১-৯-২, হার্দিক পাণ্ড্য ৫-০-২৮-১, কুলদীপ যাদব ৯-১-৩৫-১, কেদার যাদব ১-০-৪-০, যুজবেন্দ্র চহাল ৭-০-৩৯-২

 

 

 

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 + six =