কলকাতা 

স্বতঃপ্রণোদিত হয়ে জিডি বিড়লার ছাত্রী কৃত্তিকার বাবা-মাকে নোটিশ পাঠাল কলকাতা হাইকোর্ট ; সরকারের কাছে এক গুচ্ছ প্রস্তাব আদালতের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দক্ষিণ কলকাতার নামী ইংরেজি মাধ্যম স্কুল জিডি বিড়লার কৃতী ছাত্রী মৃত কৃত্তিকা পালের মা-বাবাকে নোটিশ পাঠাল কলকাতা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত হয়ে হাইকোর্ট এই পদক্ষেপ গ্রহণ করল।

ঘটনায় স্কুলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায় বলেন, “বারবার একই জিনিস চলতে পারে না।” জিডি বিড়লার পুরনো মামলাটিও এদিন আদালতে উঠে আসে।

Advertisement

জি. ডি বিড়লার পুরনো মামলায় নতুন মোড়। ২০১৭ সালের শিশুনিগ্রহের ঘটনার পরে  নিরাপত্তা সংক্রান্ত কী কী পদক্ষেপ রাজ্য নিয়েছে এবং  কৃত্তিকা পালের  মৃত্যুর  পরে তদন্ত কোন পর্যায়ে রয়েছে,  সেই রিপোর্ট  মুখবন্ধ খামে পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। শৌচালয়ের পর্যবেক্ষণ ও নিরাপত্তা সুনিশ্চত করতে রাজ্যকে একাধিক পরামর্শ দেয় আদালত।

এবিষয়ে আদালতের পর্যবেক্ষণ…

১.  শৌচালয়ের বাইরে কোনো অ্যাটেনডেন্ট রাখা যায় কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। ২. বৃহত্তর কলকাতার স্কুলগুলোতে অ্যাটেনডেন্ট রাখতে হলে মোট  কত জন লাগবে ? ৩.   বৃহত্তর কলকাতার স্কুলগুলোতে  কত সংখ্যায় শৌচালয় আছে?

৪. প্রতিটি ক্লাসের পরে উপস্থিতি  নথিভুক্ত করা সম্ভব কিনা ? এই মামলার পরবর্তী শুনানি ২২তারিখ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × 5 =