বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

লেখক শিল্পী মহলে সাড়ম্বরে উদযাপিত হোল নজরুল জয়ন্তী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ রবীন্দ্র-নজরুল জয়ন্তী মানেই সংস্কৃতপ্রিয় বাঙালির এক বিশেষ উন্মাদনা। গানে,কথায়,কবিতায় কিংবদন্তি কবিদ্বয়কে শ্রদ্ধা নিবেদন।ওই উদ্দেশ্যকে সামনে রেখেই গত ২২ জুন শনিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন পার্ক সার্কাস লেখক শিল্পী মহলের সদস্যরা।৪২ডি,সৈয়দ আমির আলি এভিনিউ স্থিত চক্রবর্তী হাউসে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানের সূচনা হয় শিল্পী ডালিয়া দত্ত পরিবেশিত রবিন্দ্র-নজরুল সঙ্গীত দিয়ে।এর আগে শিল্পী মহলের প্রাণ পুরুষ জাস্টিস বিমলেন্দু চক্রবর্তী স্বাগতভাষণের সাথে সাথে অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন।তিনি বলেন ১৯৫০ সালে ২৬ শে জানুয়ারি এই সংস্থার জন্মের পর থেকে আজবধি নিরবিছিন্নভাবে আমরা অন্যান্য অনুষ্ঠানের সাথে সাথে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন করে আসছি।তাই এবারো তার ব্যাতিক্রম নয়।

এদিন কবি নজরুল ইসলামের জীবনের বিভিন্ন দিক নিয়ে প্রাঞ্জল আলোচনা করেন সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা ডঃ মধুশ্রি বন্দ্যোপাধ্যায়, কবি সন্ধ্যা ধারা, গল্পকার শেখ আব্দুল মান্নান।নজরুল কবিতা আবৃত্তি করে কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সুমিত চ্যাটারজী, অঞ্জনা ও অলোকা কুণ্ডু।স্বরচিত গান এবং কবিতায় কবিকে স্মরণ করেন ত্রিসপ্তকের কর্ণধার ভাষা দরদি ঋষিণ মিত্র ও স্বপন জোয়ারদার। অনুষ্ঠানে পরিবেশিত একগুছ নজরুল গীতি ও ভিন্ন স্বাদের ভক্তিগিতির মাধ্যমে কবি নজরুলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন স্বনামধন্য শিল্পী মিনা চৌধুরি, কৃষ্ণা সাহা, ডাঃ রত্না পাল,বন্দনা চট্টোপাধ্যায়, প্রদ্যূত বন্দ্যোপাধ্যায়,ধীরা দত্ত ও অশোক দত্ত । সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সংস্থার সভাপতি বিমলেন্দু চক্রবর্তী।

Advertisement

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

sixteen − five =