দেশ 

কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ইয়েদুরাপ্পা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব নিউজডেস্কঃ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কর্নাটকে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিএস ইয়েদুরাপ্পা। সকাল ৮.৪০ মিনিটেই তিনি শপথ নেওয়ার জন্য পৌঁছে গিয়েছিলেন রাজভবনে। ৯.৩০ মিনিট নাগাদ রাজ্যপাল বাজুভাই বালা। ৭৫ বছর বয়সী ইয়েদুরাপ্পা এই নিয়ে তিনবার কর্ণাটকের মূখ্যমন্ত্রীর পদে বসলেন।

ম্যাজিক সংখ্যা প্রমাণ করা ছাড়াই এদিন শপথ নেন ইয়েদুরাপ্পা। কর্নাটক বিধানসভা নির্বাচনে বিজেপি একাই ১০৪ টি আসনে জয় পেয়েছে। সে রাজ্যে ম্যাজিক সংখ্যা ১১৩ টি। যদিও ২ টি আসনে এখনও নির্বাচন হয়নি। বিজেপিকে সংখ্যাা গরিষ্ঠতা প্রমাণের জন্য সময় অবশ্য ১৫ দিন সময় দিয়েছে।

Advertisement

যদিও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর অভিযোগ, টাকা ছড়িয়ে সরকার গড়ার খেলায় মেতেছে বিজেপি আরএসএস। কংগ্রেসের এই অভিযোগকে খারিজ করলেন কর্নাটকের নয়া মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। তিনি সংখ্যাগরিষ্ঠতার বিষয়ে নিশ্চিত বলে সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন। সেই সঙ্গে তাঁর সরকার পাঁচ বছর পূর্ণ করবে বলে দাবি ইয়েদুরাপ্পার।

এদিকে বিজেপির শপথ নেওয়ার প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস। এর প্রতিবাদে বিধান সৌধ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে ধরণায় বসেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ ও জেডিএস নেতা সিদ্দারামাইয়া। সরব হয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। রায়পুরে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে, দেশের প্রতিটি সরকার প্রতিষ্ঠান পয়সা দিয়ে বিজেপি আরএসএস কিনে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বুধবার গভীররাতে শুনানিতে কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে বসার ক্ষেত্রে বাধা দেয়নি সুপ্রিম কোর্ট। সেই সুযোগকে কাজে লাগিয়েই আজ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন ইয়েদুরাপ্পা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × two =