দেশ 

সংখ্যালঘুদের আস্থা অর্জনে উদ্যোগী মোদী , ঝাড়খন্ড নিয়ে নিরব কেন প্রশ্ন রাহুলের , ফেজ টুপি পড়ে ইফতারে মোদী , এটা কী জুমলা প্রশ্ন কংগ্রেসের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সংখ্যালঘুদের বিশ্বাস অর্জন করার জন্য এবার মোদী সরকারের স্লোগান হল ‘ সব কা সাথ সব কার বিকাশ , সবকা বিশ্বাস ‘। সেই বিশ্বাসের লক্ষ্যে এবার তালক বিল পাশ করতে চায় মোদী সরকার । গতকাল লোকসভায় মোদী  অভিযোগ করেন মুসলিম মহিলাদের ক্ষমতায়ন না করার জন্য কংগ্রেস দায়ী। তাঁর বক্তব্য, দেওয়ানি বিধি ও শাহ বানো মামলার ভুল শোধরাতে কংগ্রেস তিন তালাক বিলে সমর্থন করুক।

পাল্টা জবাবে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ঝাড়খণ্ডে মুসলিম যুবককে পিটিয়ে মারা নিয়ে প্রধানমন্ত্রীর ‘নীরবতা’র কথা মনে করিয়ে দিয়েছেন। বিজেপি শাসিত ঝাড়খণ্ডে মুসলিম যুবককে চোর সন্দেহে পিটিয়ে মারার আগে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হয়েছিল। প্রধানমন্ত্রীর বক্তৃতার পর রাহুলের মন্তব্য, ‘‘এ নিয়ে বিজেপি শাসিত কেন্দ্র ও রাজ্য সরকারের জোর গলায় বলিয়ে-কইয়েদের নীরবতা অত্যন্ত আশ্চর্যজনক।’’ রাজ্যসভায় কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহের কটাক্ষ, ‘‘এককালে যিনি ফেজ টুপি পরতে অস্বীকার করেছিলেন, ইফতারের নিমন্ত্রণে যেতে চাননি, এখন কেন তাঁর মুসলিমদের আস্থা অর্জনের দরকার হচ্ছে? এটাও কি জুমলা?’’

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × five =