দেশ 

সংসদে প্রথম ভাষণেই নজর কাড়লেন মহুয়া ; কড়া ভাষায় মোদীর সমালোচনা করে শেষ করলেন কবিতা দিয়ে ‘কিসিকা বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়’!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সংসদে প্রথম বক্তব্য । আর প্রথমেই তিনি দেশের সব রাজনৈতিক দল ও নেতাদের নজর কেড়ে নিলেন । দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমেরও নজর পড়ে গেল বাংলার সাংসদ মহুয়া মৈত্রের দিকে । গতকাল রাজধানীর দিল্লির রাজনীতিতে কৃষ্ণনগরের এই সাংসদ আলোচনায় উঠে এসেছেন ।

রাষ্ট্রপতির বক্তৃতার উপর ধন্যবাদ সূচক বক্তব্য রাখতে গিয়ে আজ মহুয়া আগাগোড়া বিঁধেছেন বিজেপি তথা মোদী সরকারকে। বক্তব্যের প্রথমেই মৌলানা আবুল কালাম আজাদের একটি লেখা তুলে ধরে  ভারতের বহুত্ববাদের ধারণা এবং সংবিধানের আদর্শের কথা মনে করিয়ে তিনি বলেন, ‘দেশের সংবিধান আক্রান্ত। বহুত্ববাদ আক্রান্ত’। দেশকে যে টুকরো করে দেওয়া হচ্ছে, তার সাতটি প্রমাণের বিশদ ব্যাখ্যা দিয়ে মহুয়া বক্তৃতা শেষ করেন হিন্দি কবি রাহাত ইন্দোরির একটি কবিতা দিয়ে। যার শেষ লাইন, ‘কিসিকা বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়’!

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

14 − 13 =