কলকাতা 

পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আরামবাগের বিজেপি প্রার্থী তপন রায় ; ২৬ জুন শুনানী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ভোট গণনা নিয়ে বেনিয়মের অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করল বিজেপি । তাদের গণনায় ত্রূটি ছিল তা বলা সত্ত্বে কোনোভাবেই কমিশন কর্ণপাত করেনি । তাই পুনরায় গণনার নির্দেশ দেওয়া হোক । হুগলী জেলার আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তপন রায় এই আবেদন করেছেন কলকাতা হাইকোর্টে ।

আগামী ২৬ জুন বিচারপতি শেখর ববি সরাফের এজলাসে এই মামলার শুনানি হবে। সেদিনই স্পষ্ট হবে আরামবাগ লোকসভা কেন্দ্রের লড়াইয়ের গতিপ্রকৃতি কোন পথে। পুনরায় গণনা চেয়ে যে দাবি করেছেন বিজেপি প্রার্থী, সেই মামলা ওইদিনে শুনে হাইকোর্ট কোন চাঞ্চল্যকর রায় দেয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। বিজেপি আইনজীবী সেলের তরফে আইনজীবী ব্রজেশ ঝা জানান, ওই কেন্দ্রে মাত্র ১৪০০ ব্যাবধানে জয়ী হয় তৃণমূল।

Advertisement

এরপরই গণনায় সমস্যা রয়েছে বলে কমিশনের কাছে অভিযোগ জানান তপনবাবু। গণনায় কিছু ত্রুটিও সেদিন ধরা পড়ে বলে জানান বিজেপি প্রার্থী। ভিভিপ্যাটের সমস্যার কথা তুলে ধরা হয়।

বিজেপি প্রার্থী তপন রায় বলেন, নির্বাচন কমিশন তাঁদের দাবিকে বিশেষ গুরুত্ব দেয়নি। তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দারকে এই কেন্দ্রে বিজয়ী ঘোষণা করে। এরপরই আরামবাগ লোকসভা কেন্দ্রে পুনর্গণনার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তপনবাবু। সেই মামলার শুনানি ২৬ জুন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 + sixteen =