কলকাতা 

বিজেপির সংখ্যালঘু কর্মী খুন আমডাঙায় , ছুটে গেলেন সাংসদ অর্জুন সিং ; কলকাতায় সংখ্যালঘু মোর্চার মোমবাতি মিছিল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শুক্রবার রাতে আমডাঙায় সদ্য সিপিএম ছেড়ে বিজেপি যোগ দেওয়া নাজিমুল করিমকে পিটিয়ে খুন করা হয়েছে । অভিযোগের তীর তৃণমূলের দিকে । ঘটনার বিবরণে জানা গেছে , নাজিমুল আমডাঙার বইগাছি গ্রামের সন্তান । সে আগে সিপিএম করত ,লোকসভা ভোটের সময় সে বিজেপিতে যোগ দেন । তাঁকে আজ প্রকাশ্যে খুন করা হয় বলে অভিযোগ । যদিও পুলিশ বলেছে , বচসা থেকে খুন হয়েছে ।

খুনের খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যান স্থানীয় সাংসদ অর্জুন সিং । তিনি পরিবারের সকলের সঙ্গে কথা বলেন । পরে সাংবাদিকদের বলেন এখানকার অতিরিক্ত পুলিশ সুপার এবং থানার ওসির বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের প্রস্তাব তিনি সংসদে আনবেন । অন্যদিকে , তৃণমূল কংগ্রেসের বিধায়ক রাফিকুর রহমান এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ অস্বীকার করেছেন ।

Advertisement

এই ঘটনা প্রতিবাদে আজ কলকাতায় মৌন মিছিল করে বিজেপির সংখ্যালঘু মোর্চা ।রাজ্য বিজেপির সদর দফতর ৬ নম্বর মুরলিধর সেন লেন থেকে সেন্ট্রাল মেট্রো স্টেশন হয়ে ধর্মতলা পর্যন্ত ওই মিছিল যায়। এই মিছিলে কোনো স্লোগান ছিল না । সংখ্যালঘু মোর্চা ছাড়াও বিজেপির অন্যান্য শাখা সংগঠন এই মিছিলে যোগ দেয় ।

উল্লেখ্য ,শুক্রবার রাতে ওষুধ কিনতে যাচ্ছিল বিজেপির ওই কর্মী৷ মাধপথে তার পথ আটকায় বেশ কয়েকজন যুবক৷ অভিযোগ, নাজিমুলকে বাঁশ, রড দিয়ে মারধর করা হয়৷ খবর, মুরলিধর সেন লেনে পৌঁছানো মাত্রই উঠেপড়ে লাগে বিজেপি। বারাকপুরের সংসদ অর্জুন সিং এলাকায় যান। লোকসভা নির্বাচনের পর এই রাজ্যে আরো বেশি করে সংখ্যালঘু ভোট বাড়াতে চাইছে বিজেপি।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

10 − 6 =