কলকাতা 

রাজ্য সরকারি কর্মচারীদের কাছে সুখবর ষষ্ঠ বেতন কমিশন কয়েক মাসের মধ্যেই লাগু হচ্ছে !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  আর কয়েক মাসের মধ্যে সুখবর পেতে চলেছেন এই রাজ্যের সরকারি চাকরিজীবীরা । মনে করা হচ্ছে পুজোর আগেই রাজ্যে চালু হতে পার ষষ্ঠ বেতন কমিশন । সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের সঙ্গে বৈঠক করেছেন । সেখানে মুখ্যমন্ত্রী কমিশনের চেয়ারম্যানকে দ্রূত রিপোর্ট পেশ করার কথা বলেন । তার পর বেতন কমিশনে রিপোর্ট জমা দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। কমিশনের অন্দরের খবর, দু’টি ভাগে রিপোর্ট লেখার কাজ প্রায় শেষ। নতুন কোনও ‘বিপত্তি’ না-হলে জুলাই-অগস্টের মধ্যেই রিপোর্ট জমা পড়তে পারে। অভিরূপবাবুর কথায়,‘‘আমার রিপোর্ট তৈরি। দ্রুত তা জমা পড়বে। তবে ঠিক কবে, তা বলছি না।’’

বেতন কমিশনের রিপোর্ট জমা পড়ার পরে অর্থ দফতর ‘ইমপ্লিমেন্টেশন কমিটি’ তৈরি করবে। সেই কমিটি মাসখানেকের মধ্যে রিভিশন অব পে অ্যান্ড অ্যালাউন্স (রোপা), ২০১৯ প্রকাশ করে দিলে পুজোর মধ্যেই নতুন বেতন কমিশন চালু করে দেওয়া সম্ভব হবে বলে দাবি করেছেন নবান্নের শীর্ষ কর্তাদের একাংশ। তবে আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী বেতন খুব বেশি বাড়ছে না । মাত্র ১৪.৩% বেতন বাড়বে বলে ইঙ্গিত পাওয়া গেছে । তাতে সরকারের ঘাড়ে অন্তত ১২ হাজার কোটির দায় চাপতে পারে। অর্থ কর্তাদের বক্তব্য,‘‘সরকার চাইলে এই চাপ সয়ে নেওয়া যাবে।’’

Advertisement

কমিশন সাড়ে তিন লক্ষ কর্মচারীর সঙ্গে সরকার পোষিত ৫৪টি সংস্থার কর্মীর বেতন কাঠামোও সুপারিশ করবে। এর মধ্যে শিক্ষক-শিক্ষিকা, পঞ্চায়েত-পুর কর্মী থেকে বিভিন্ন কমিশন, পর্ষদ, নিগম রয়েছে। এ ছাড়াও ৬৯টি রাজ্য সরকার অধীনস্থ সংস্থার কর্মীদেরও নতুন বেতনক্রম প্রস্তাব করে রিপোর্ট দেবে কমিশন।

হঠাৎ সরকারের কী হল ? দ্রূত বেতন কমিশন কার্যকরী করছে । তা জানতে গিয়ে জানা গেল গত লেকসভা নির্বাচনে সরকারি কর্মচারীরে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে । ফলে সরকার চিন্তিত হয়ে পড়ে । এই অবস্থা সামাল দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দেওয়া হয় । শুভেন্দু অধিকারী সরকারি কর্মচারী সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেন । জানা যায় , বেতন কমিশন কার্যকরী না হওয়ায় ক্ষুদ্ধ হয়েছে সরকারী কর্মীরা তারই প্রতিফলন দেখা গেছে ভোট বাক্সে।

তবে আবার খুব কম বেতন লাগু করলে সরকার বৃহত্তর আন্দোলনের সম্মুখীন হতে হবে । কারণ রাজ্য সরকারের কর্মচারীরা এখন কেন্দ্রীয় হারে বেতন ও ডিএ দাবি করছে । সুতরাং বেতন কমিশন যদি নমো নমো করে তাদের দায়িত্ব পালন করে তাহলে হীতে বিপরীত হওয়ার সম্ভবনা আছে ।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 − five =