দেশ 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের হুবহু মিল রয়েছে রাষ্ট্রপতির বক্তব্যের সাথে৷ তাহলে নতুন কি বার্তা দিলেন কোবিন্দ? সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে প্রতিক্রিয়া অধীরের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বৃহস্পতিবার সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ তিনি তাঁর বক্তব্যে মোদী সরকারের কাজকর্মে সন্তুষ্ট হয়ে মানুষ আবার দ্বিতীয় মোদীকে ক্ষমতায় এনেছে মন্তব্য করেন । এরপরেই এই বক্তব্যের তীব্র সমালোচনা করল  বিরোধী দল কংগ্রেস৷ রাষ্ট্রপতির বক্তব্য কাউকে উৎসাহিত বা অনুপ্রাণিত করল না বলে এদিন মত প্রকাশ করে কংগ্রেস৷ তাদের মতে কোবিন্দের বক্তব্য অন্ত:সারশূণ্য৷

রাষ্ট্রপতির ভাষণের পর সাংবাদিকদের মুখোমুখি হন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী৷ তার সঙ্গে ছিলেন আরেক কংগ্রেস নেতা আনন্দ শর্মা৷ তাঁরা দুজনেই রাষ্ট্রপতির বক্তব্যের সমালোচনা করেন৷ অধীর রঞ্জন চৌধুরীর মতে নতুন কোনও কথা বা তথ্য তুলে ধরতে দেখা গেল না রাষ্ট্রপতিকে৷ নতুন কোনও দিশা নেই তাঁর বক্তব্যে৷ মূলত রাষ্ট্রপতির বক্তব্যে বিজেপি সরকারের মতাদর্শই ছাপ ফেলেছে বলে অভিযোগ কংগ্রেসের৷

Advertisement

অধীর রঞ্জন চৌধুরীর মতে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের হুবহু মিল রয়েছে রাষ্ট্রপতির বক্তব্যের সাথে৷ তাহলে নতুন কি বার্তা দিলেন কোবিন্দ?  কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেন রাষ্ট্রপতির বক্তব্যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলিই নেই৷ বক্তব্যে নেই জিডিপির নিম্নগতি বা বেকারত্বের মত ইস্যুগুলিই৷

এদিন রাষ্ট্রপতির সওয়াল করা এক রাষ্ট্র এক নির্বাচনের তত্বকে ভিত্তিহীন বলে দাবি করেন আনন্দ শর্মা৷ তিনি বলেন ভারতের মত এতগুলি রাজনৈতিক দলের দেশে ও এত বৈচিত্রের মধ্যে কখনই একই দিনে নির্বাচন সম্ভব নয়৷

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

thirteen − 1 =