দেশ 

দূনীর্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র ; ১৫ জন অফিসারের বিরুদ্ধে দূনীর্তির মামলা থাকার অভিযোগে অবসর নিতে বাধ্য করল সরকার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী দূনীর্তি ইস্যুতে আরও কড়া পদক্ষেপ করতে চলেছে । এবার ১৫ জন দূনীর্তিগ্রস্থ আয়কর অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র ।

দূনীর্তির শাস্তি হিসাবে তাঁদের বাধ্য করা হল অবসর নিতে। তাঁদের মধ্যে অনেকেই কমিশনার বা তারও উপরের পদে। গত সপ্তাহেই দুর্নীতির অভিযোগ রয়েছে, আয়কর দফতরের এমন ১২ জন অফিসারকে অবসর নিতে বাধ্য করানো হয়েছিল।

Advertisement

একটি সরকারি বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়েছে, এ দিন যে ১৫ জন আয়কর-কর্তার উপর শাস্তির খাঁড়া নেমেছে, তাঁদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগের তদন্ত করছে সিবিআই। দু’জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে কেন্দ্রীয় রাজস্ব মন্ত্রক।

ওই বিজ্ঞপ্তিতে শাস্তিপ্রাপ্ত আয়কর-কর্তাদের নামধামও জানিয়ে দেওয়া হয়েছে। তালিকায় সবচেয়ে প্রথমে নাম রয়েছে প্রিন্সিপাল কমিশনার অনুপ শ্রীবাস্তবের। তাঁর বিরুদ্ধে সিবিআই দু’টি মামলা করেছে। ঘুষ নেওয়া ও অপরাধমূলক ষড়যন্ত্রের। তা ছাড়াও কর্মীদের হেনস্থা, তোলাবাজি, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি ও সরকারি ফ্ল্যাট আগলে রাখারও অভিযোগ রয়েছে। কমিশনার অতুল শ্রীবাস্তবের বিরুদ্ধেও সিবিআইয়ের দু’টি মামলা রয়েছে। জালিয়াতি ও আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এ দিন একের পর এক টুইটে শাস্তিপ্রাপ্ত আয়কর-কর্তাদের নামধাম জানিয়ে বলা হয়েছে, “অবসর নেওয়ার সময় ১৫ জন অফিসারকেই তাঁদের আগামী তিন মাসের বেতন ও ভাতা দিয়ে দেওয়া হবে।”

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × 4 =