প্রচ্ছদ 

লোকসভায় জাতীয় কংগ্রেসের ব্যাটন অধীরের হাতে তুলে দিয়ে কংগ্রেস কর্মীদেরই সম্মানিত করলেন সোনিয়া গান্ধী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রণব-প্রিয়-র কংগ্রেস দলের গুরুত্বপূর্ণ পদ পেলেন বহরমপুরের রবীন হুড অধীর রঞ্জন চৌধুরি । তাঁকে লোকসভায় দলনেতা নির্বাচিত করলেন সোনিয়া গান্ধী । একমাত্র বাংলা কংগ্রেসের নেতা হিসাবে প্রণব মুখার্জির পর তিনি এই দায়িত্ব পেলেন ।

দলের এই কঠিন সময়ে অধীরের উপরেই ভরসা রাখলেন সোনিয়া গান্ধী । এই সময় কংগ্রেসের সাংসদ সংখ্যা মাত্র ৫২জন । বিশাল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছেন মোদী । বিজেপি দল একাই ৩০৩টি আসন জয়লাভ করেছে । এই অবস্থায় লোকসভায় বিজেপিকে মোকাবিলা করার দায়িত্ব যে কঠিন হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই ।

Advertisement

এদিকে দলনেতা নির্বাচিত হওয়ার পর অধীর চৌধুরি জানিয়েছেন তিনি যেকোনো চ্যলেঞ্জ নিতে তৈরে আছেন । উল্লেখ্য, অধীর চৌধুরী পাঁচবারের সাংসদ। তিনি তাঁর একক দক্ষতায় প্রতিকূল পরিস্থিতিতেও কংগ্রেসের গড় ধরে রাখতে পেরেছেন। বহরমপুর থেকে তিনি জয়ী হয়েছেন। এদিন তাঁর পুরস্কার পেলেন অধীর চৌধুরী। কংগ্রেস হাইকম্যান্ড অধীর চৌধুরীকে লোকসভার গুরুদায়িত্ব দিয়ে এক ঢিলে দু-পাখি মারল।

সোনিয়া গান্ধী কংগ্রেসের পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান হিসেবে চেয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নিজে নেতৃত্ব দিন লোকসভায়। কিন্তু রাহুল গান্ধী চাননি। তিনি লোকসভায় পরাজয়ের পর দলের সভাপতি পদেই থাকতে চাইছেন না। তারপর লোকসভার দায়িত্ব নিতে তিনি অস্বীকার করেন।

সোনিয়া গান্ধী অধীর চৌধুরিকে গুরুত্ব দিয়ে পক্ষান্তরে বাংলার মানুষকেই সম্মানিত করেছে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen + 15 =