কলকাতা 

জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার করার পরেই পরিবহকে দেখে এলেন মুখ্যমন্ত্রী ; খোঁজ নিলেন তাঁর স্বাস্থ্য সম্পর্কে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার করার কথা ঘোষণা করার পরেই এনআরএসে আক্রান্ত জুনিয়র চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়কে দেখে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মাথার করোটিতে গুরুতর আঘাত পেয়ে মল্লিকবাজারে ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস-এ ভর্তি রয়েছেন পরিবহ। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক সেরে, সোমবার রাত আটটা নাগাদ তাঁকে দেখতে যান মমতা।

এ দিন বিকাল চারটেয় নবান্নে আন্দোলকারীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে অনুরোধ জানান তিনি। তিনি পরিবহকে দেখতে যাবেন কি না, সেই প্রসঙ্গ উঠলে মুখ্যমন্ত্রী জানান, বিক্ষোভ চলছিল বলেই যেতে পারেননি তিনি। জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার করলেই পরিবহকে দেখতে যাবেন তিনি।

Advertisement

তবে পরিবহকে দেখতে না গেলেও, রাজ্য সরকার পরিবহর চিকিৎসার খরচ বহন করছে এবং তিনি নিজে প্রতি মুহূর্তে ফোনে তাঁর খবর রাখছেন বলে জানান মমতা। নবান্নের বৈঠকেই জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তুলে নেওয়ার ঘোষণা করেন। তাঁরা সেখান থেকে বেরিয়ে যেতেই ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস-এর উদ্দেশে রওনা দেন মমতা। তবে সেখানে পরিবহর সঙ্গে তাঁর কী কথা হয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

পরিবহ মুখোপাধ্যায়কে দেখতে যাওয়ায় আবারও মুখ্যমন্ত্রীর মানবিক মুখের প্রতিফলন দেখা গেল ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × 5 =