কলকাতা 

মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কোনো কথা হয়নি : রাজ্যপাল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : এনআরএস কান্ডের পর রাজ্য জুড়ে হাসপাতালে যে অচলাবস্থা চলছে তা  নিয়ে তাঁর সঙ্গে কোনও কথা হয়নি মুখ্যমন্ত্রীর সঙ্গে । গত ২ দিন ধরে চেষ্টা করেও মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। শনিবার সন্ধ্যায় বিবৃতি জারি করে এমনটাই বলেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় সাড়া না-দেওয়ায় যে তিনি মর্মাহত, নবান্নে চিঠি পাঠিয়ে তাও জানিয়েছেন তিনি।

এদিকে , কয়েকটি সংবাদ মাধ্যম ইতিমধ্যেই জানিয়ে দেয় যে মুখ্যমন্ত্রীর সঙ্গে নাকি রাজ্যপালের কথা হয়েছে । এমনকি রাজ্যপালের চিঠির জবাব দিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ভাঙার জন্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছে তারও বিস্তারিত রিপোর্ট রাজ্যপালের কাছে পাঠান হয়েছে বলে একটি সংবাদ মাধ্যম দাবি করেছে ।

Advertisement

কিন্ত শনিবার সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রী যখন সাংবাদিক বৈঠক করছেন তখনই প্রকাশিত হয় রাজ ভবনের বিবৃতি। তাতে জানানো হয়েছে, গত ২ দিন ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও মুখ্যমন্ত্রীর তরফে সাড়া মেলেনি।

একই সঙ্গে নবান্নে চিঠি পাঠিয়ে চিকিত্সকদের কাজে ফেরাতে অবিলম্বে মুখ্যমন্ত্রীকে কার্যকরী পদক্ষেপ করতে অনুরোধ করেছেন রাজ্যপাল।

রাজ্যপালের বিবৃতি নিয়ে নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘এটা আমার সঙ্গে রাজ্যপালের ব্যাপার। এর মধ্যে মিডিয়া ঢুকবেন না প্লিজ। আমার বক্তব্যে রাজ্যপাল কনভিন্সড।’

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

sixteen + 20 =