কলকাতা 

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক দল নেই ; এনআরএসে এসেই মুখ্যমন্ত্রীকে কথা বলতে হবে তা না হলে আন্দোলন চলবে দাবি আন্দোলনকারীদের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের পর এনআরএসে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তাদের দাবি অনড় রয়েছেন এখনও । মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের পর কিছুক্ষণ পর এনআরএসের আন্দোলনকারীরা জানিয়ে দেন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে হবে এনআরএসে এসে । তারা নবান্নে যাবেন । এনআরএসে এসে কথা না বললে আন্দোলন প্রত্যাহার করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন এনআরএসের জুনিয়র চিকিৎসকরা ।

শনিবার সন্ধ্যায় এনআরএসের আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষে জানানো হয়, মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে আধিকারিকভাবে কোনও মন্তব্য করবেন না তাঁরা। সাধারণ সভায় আলোচনার পরই আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক করা হবে।

Advertisement

একই সঙ্গে আন্দোলনকারীদের তরফে এদিন নবান্নে প্রতিনিধিদল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন তা ঠিক নয় বলে দাবি তাঁদের। আন্দোলনকারীদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, আনুষ্ঠানিকভাবে নবান্নে তাঁদের তরফে কোনও প্রতিনিধি দল যায়নি।

তবে চিকিৎসকদের আন্দোলনে রাজনীতি ঢুকে পড়েছে বলে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, চিকিৎসকদের সঙ্গে কথা বলতে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব এসেছিলেন। কিন্তু, কোনও রাজনৈতিক দলের এই আন্দোলনের সঙ্গে যোগদানের প্রস্তাব গ্রহণ করা হয়নি। তবে তারা বাইরে বেরিয়ে কী বলেছেন তা তাঁদের ব্যাপার।

মুখ্যমন্ত্রীকে তাঁর বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আর মুখ্যমন্ত্রীকে কথা বলতে হবে এনআরএসে এসেই। সন্ধেতেও সেই অবস্থানে অনড় থাকেন আন্দোলনকারীরা। বলেন, কয়েকজন নয়, মুখ্যমন্ত্রীকে কথা বলতে হবে সবার সঙ্গে। আমরা বন্ধ দরজার পিছনে বৈঠক করব না।

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 − six =